২৬ জুলাই ২০২৫, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ফের বাংলার ‘ট্যাবলো’ প্রত্যাখ্যান মোদি সরকারের!

মাসুদ আলি
  • আপডেট : ১৫ জানুয়ারী ২০২২, শনিবার
  • / 36

পুবের কলম ওয়েবডেস্ক : সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে এ বারও রাজধানীর রাজপথে থাকবে না বাংলার ট্যাবলো ! এই নিয়ে পরপর দু’বছর সাধারণতন্ত্র দিবসের সকালে বাংলার ট্যাবলো দেখা যাবে না। সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রক মৌখিক ভাবে বাংলার ট্যাবলোর (Tableau) প্রস্তাব খারিজ করে দিয়েছে। যদিও সরকারি ভাবে কেন্দ্রের তরফে এখনও কোনও চিঠি পায়নি রাজ্য সরকার।

প্রতি বছর ২৬ জানুয়ারি রাজধানীর রাজপথে  সেনার কুচকাওয়াজ শোভাযাত্রায় অংশ নেওয়া বহু পুরোনো রীতি। ২০২০ সালেও ‘কন্যাশ্রী’র মতো আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ও বাদ গিয়েছিল।আগামী ২৩ জানুয়ারি ‘চূড়ান্ত মহড়া’। এবার সাধারণতন্ত্র দিবসের থিম, ‘আজাদি কা অমৃত মহোৎসব।’ স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে থিম ঠিক করেছে কেন্দ্র। বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এবারের ট্যাবলোর বিষয় ছিল–নেতাজি। কারণ, এবার সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী।

আরও পড়ুন: ব্যবহারকারীকে না জানিয়েই সমাজমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আইএনএ বিষয়ক ট্যাবলো পাঠানোর প্রস্তাব পাঠিয়েছিল রাজ্য সরকার। নিয়মমাফিক প্রতিরক্ষা মন্ত্রকের তৈরি একটি কমিটি এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। সেই কমিটি পর পর পাঁচবার বৈঠক করলেও ডাক পায়নি রাজ্য সরকার।

আরও পড়ুন: আবাস যোজনা নিয়ে নবান্নকে চিঠি, ১০ দিনের মধ্যে রিপোর্ট চাইল কেন্দ্র

রাজনৈতিক মহলের একাংশের অভিমত ছিল, কন্যাশ্রীর ট্যাবলোয় রাজ্যের প্রকল্পের প্রচার হবে, সেই কারণেই সম্মতি দেওয়া হয়নি। কিন্তু, এ বার নেতাজি ও আইএনএ নিয়ে ট্যাবলো করতে চেয়েছিল বাংলা। কিন্তু কেন্দ্র এ বার কোন যুক্তিতে বাংলার ট্যাবলো বাতিল করল, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: ১০০০ টাকার নোট কি আবার ফিরবে, অবস্থান স্পষ্ট করল কেন্দ্র সরকার

দিল্লিতে রাজ্য সরকারের রেসিডেন্স কমিশনের দপ্তর সূত্রে খবর, এবারও রাজ্যের প্রস্তাব বাতিল করা হয়েছে। যদিও রাজ্যকে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে, দিল্লির রাজপথে কুচকাওয়াজের প্রস্তুতি এখন চরমে। হাতে আর সময় বেশি নেই।

জানা গিয়েছে, এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কেন্দ্রীয় সরকারের থিমকে মাথায় রেখে স্বাধীনতা আন্দোলন এবং দেশনায়কের ভূমিকা তুলে ধরতে চেয়েছিল রাজ্য সরকার। সেই মতো থ্রি-ডি নকশা পাঠানো হয়েছিল। যেখানে নেতাজির পতাকা উত্তোলন, রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্রের নানা মুহূর্তের ছবি, আজাদ হিন্দ বাহিনী, ত্রিপুরা কংগ্রেসে গান্ধীজির সঙ্গে নেতাজির ছবি–সহ কাউটআউট।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ফের বাংলার ‘ট্যাবলো’ প্রত্যাখ্যান মোদি সরকারের!

আপডেট : ১৫ জানুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে এ বারও রাজধানীর রাজপথে থাকবে না বাংলার ট্যাবলো ! এই নিয়ে পরপর দু’বছর সাধারণতন্ত্র দিবসের সকালে বাংলার ট্যাবলো দেখা যাবে না। সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রক মৌখিক ভাবে বাংলার ট্যাবলোর (Tableau) প্রস্তাব খারিজ করে দিয়েছে। যদিও সরকারি ভাবে কেন্দ্রের তরফে এখনও কোনও চিঠি পায়নি রাজ্য সরকার।

প্রতি বছর ২৬ জানুয়ারি রাজধানীর রাজপথে  সেনার কুচকাওয়াজ শোভাযাত্রায় অংশ নেওয়া বহু পুরোনো রীতি। ২০২০ সালেও ‘কন্যাশ্রী’র মতো আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ও বাদ গিয়েছিল।আগামী ২৩ জানুয়ারি ‘চূড়ান্ত মহড়া’। এবার সাধারণতন্ত্র দিবসের থিম, ‘আজাদি কা অমৃত মহোৎসব।’ স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে থিম ঠিক করেছে কেন্দ্র। বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এবারের ট্যাবলোর বিষয় ছিল–নেতাজি। কারণ, এবার সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী।

আরও পড়ুন: ব্যবহারকারীকে না জানিয়েই সমাজমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে, কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আইএনএ বিষয়ক ট্যাবলো পাঠানোর প্রস্তাব পাঠিয়েছিল রাজ্য সরকার। নিয়মমাফিক প্রতিরক্ষা মন্ত্রকের তৈরি একটি কমিটি এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। সেই কমিটি পর পর পাঁচবার বৈঠক করলেও ডাক পায়নি রাজ্য সরকার।

আরও পড়ুন: আবাস যোজনা নিয়ে নবান্নকে চিঠি, ১০ দিনের মধ্যে রিপোর্ট চাইল কেন্দ্র

রাজনৈতিক মহলের একাংশের অভিমত ছিল, কন্যাশ্রীর ট্যাবলোয় রাজ্যের প্রকল্পের প্রচার হবে, সেই কারণেই সম্মতি দেওয়া হয়নি। কিন্তু, এ বার নেতাজি ও আইএনএ নিয়ে ট্যাবলো করতে চেয়েছিল বাংলা। কিন্তু কেন্দ্র এ বার কোন যুক্তিতে বাংলার ট্যাবলো বাতিল করল, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: ১০০০ টাকার নোট কি আবার ফিরবে, অবস্থান স্পষ্ট করল কেন্দ্র সরকার

দিল্লিতে রাজ্য সরকারের রেসিডেন্স কমিশনের দপ্তর সূত্রে খবর, এবারও রাজ্যের প্রস্তাব বাতিল করা হয়েছে। যদিও রাজ্যকে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে, দিল্লির রাজপথে কুচকাওয়াজের প্রস্তুতি এখন চরমে। হাতে আর সময় বেশি নেই।

জানা গিয়েছে, এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কেন্দ্রীয় সরকারের থিমকে মাথায় রেখে স্বাধীনতা আন্দোলন এবং দেশনায়কের ভূমিকা তুলে ধরতে চেয়েছিল রাজ্য সরকার। সেই মতো থ্রি-ডি নকশা পাঠানো হয়েছিল। যেখানে নেতাজির পতাকা উত্তোলন, রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্রের নানা মুহূর্তের ছবি, আজাদ হিন্দ বাহিনী, ত্রিপুরা কংগ্রেসে গান্ধীজির সঙ্গে নেতাজির ছবি–সহ কাউটআউট।