পুবের কলম, ওয়েবডেস্ক: ন্যায্য পারিশ্রমিক, মানবিক কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষার দাবিতে বড়দিন ও নববর্ষে দেশজুড়ে ধর্মঘটে নেমেছিল গিগ কর্মীরা। ধর্মঘটের একদিন পরই স্বস্তির খবর মিলল কর্মীদের। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক মঙ্গলবার ‘কোড অন সোশাল সিকিউরিটি (সেন্ট্রাল) রুলস, ২০২৫’ শীর্ষক খসড়া বিধি প্রকাশ করেছে। এই খসড়া বিধিতে গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষা ও নথিভুক্তির একাধিক প্রস্তাব রাখা হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, ১৬ বছরের বেশি বয়সি গিগ কর্মীদের আধার নম্বর ও প্রয়োজনীয় নথি ব্যবহার করে নথিভুক্ত হতে হবে। এছাড়াও অ্যাগ্রিগেটরদের কেন্দ্রীয় একটি পোর্টালে গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের তথ্য জমা দিতে হবে, যাতে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউনিক আইডি তৈরি করা যায়। কেন্দ্র সরকার একজন আধিকারিক বা কোনও সংস্থাকে অ্যাগ্রিগেটরদের কাছ থেকে আর্থিক অবদান সংগ্রহ ও সম্প্রসারণের দায়িত্ব দেবে। এই অবদান গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের জন্য নির্দিষ্ট সোশ্যাল সিকিউরিটি ফান্ডে পৃথক হিসাবে রাখা হবে। এদিকে খসড়া বিধি প্রকাশের মাধ্যমে গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে কেন্দ্র সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


























