১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কোচবিহারে ভোটের ডিউটিতে মৃত্যু কেন্দ্রীয় জওয়ানের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার
  • / 49

পুবের কলম, ওয়েবডেস্ক: কোচবিহারে ভোটের ডিউটিতে থাকা অবস্থায় মৃত্যু হল কেন্দ্রীয় জওয়ানের। মৃতের নাম মিলেশ কুমার নীলু। ৪২ বছরের এই জওয়ান কোচবিহারের মাথাভাঙায় ভোটের ডিউটিতে ছিলেন। গতকাল হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। গভীর রাতে তাঁর মৃত্যু হয়। তিনি বিহার থেকে  মাথাভাঙ্গা বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে এসেছিলেন। QRT টিমের সদস্য ছিলেন।

পুলিশ সূত্রে খবর,  গভীর রাতে কুমার নীলুকে অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছিলেন তাঁর সহকর্মীরা। তাঁর মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসকেরা তার মৃত্যু হয়েছে বলে জানান। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তবে চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই কেন্দ্রীয় বাহিনী জওয়ানের। বিষয়টির ওপর নজর রয়েছে নির্বাচন কমিশনের।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোচবিহারে ভোটের ডিউটিতে মৃত্যু কেন্দ্রীয় জওয়ানের

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কোচবিহারে ভোটের ডিউটিতে থাকা অবস্থায় মৃত্যু হল কেন্দ্রীয় জওয়ানের। মৃতের নাম মিলেশ কুমার নীলু। ৪২ বছরের এই জওয়ান কোচবিহারের মাথাভাঙায় ভোটের ডিউটিতে ছিলেন। গতকাল হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। গভীর রাতে তাঁর মৃত্যু হয়। তিনি বিহার থেকে  মাথাভাঙ্গা বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে এসেছিলেন। QRT টিমের সদস্য ছিলেন।

পুলিশ সূত্রে খবর,  গভীর রাতে কুমার নীলুকে অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছিলেন তাঁর সহকর্মীরা। তাঁর মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসকেরা তার মৃত্যু হয়েছে বলে জানান। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয়। তবে চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই কেন্দ্রীয় বাহিনী জওয়ানের। বিষয়টির ওপর নজর রয়েছে নির্বাচন কমিশনের।