২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিঁদুর নিয়ে ১৬ ঘন্টার বিতর্কে রাজি কেন্দ্র

ইমামা খাতুন
  • আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার
  • / 236

পুবের কলম ওয়েবডেস্ক: অনেক বিতর্কের পর অবশেষে কেন্দ্রীয় সরকার অপারেশন সিঁদুর নিয়ে সংসদে ১৬ ঘন্টার বিতর্ক চালাতে রাজি হল। বিরোধীদের তরফে প্রবল দাবি জানানোর পর সংসদের বিজনেস অ্যাডভাইসরি কমিটি এই আলোচনার অনুমতি দেয়। সামনের সপ্তাহে ১৬ ঘন্টার এই আলোচনা হবে। এদিন সংসদের বাদল অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী মোদি বলেন, এই অধিবেশন বিজয় উৎসব পালনের অধিবেশন। গোটা দেশের বিজয় ছিনিয়ে এনেছে অপারেশন সিঁদুর। কিন্তু বিরোধী দলগুলির পক্ষে বলা হয়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপারেশন সিঁদুর নিয়ে বারংবার যে মন্তব্য করে চলেছেন তা ভারতের পক্ষে লজ্জার।

একটা সময়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিরোধীদের চাপের মুখে পড়েন। তিনি বলেন, আলোচনা হবে, আমি কথা দিচ্ছি। এরপর বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, এই নিয়ে অনেক প্রশ্ন আছে আমার। তখন স্পিকার ওম বিড়লা বলেন, ঠিক আছে, কাল জিরো আওয়ারে আপনি প্রশ্ন করবেন। তাঁরা দাবি করেন, প্রধানমন্ত্রীকে সংসদে এর জবাব দিতে হবে। তখনও সরকারি ভাবে ১৬ ঘন্টার বিতর্কের কথা জানানো হয়নি। পরে সরকারের তরফে বলা হয়, প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত বিদেশ সফর রয়েছে এই সপ্তাহেই। তিনি বিদেশ থেকে ফেরার পর এই আলোচনা হবে। সেখানে বিরোধীদের যার যা বক্তব্য পেশ করতে পারবেন। কেউ বাধা দেবে না। প্রধানমন্ত্রী এদিন সংসদে নয়, সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, অপারেশন সিঁদুর এর মাধ্যমে ভারতের সামরিক শক্তির পরিচয় পেয়েছে সারা বিশ্ব। যে উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়েছিল তা ১০০ শতাংশ সফল হয়েছে। মাত্র ২২ মিনিটে আমাদের সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে।

প্রধানমন্ত্রী যখন ১০০ শতাংশ সফল বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তখন বলছেন, ভারতের ৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এই নিয়েই প্রশ্ন উঠেছে। তাছাড়া প্রধানমন্ত্রী বলেছিলেন, দুই দেশ আপসের মাধ্যমে যুদ্ধবিরতি মেনে নিয়েছে। অন্যদিকে ট্রাম্প বলেছেন, তিনি বাণিজ্য চুক্তির কথা বলে এই যুদ্ধবিরতি করিয়েছেন। তিনি একবার, দুবার নয়, ২৪ বার একই দাবি করেছেন।

আরও পড়ুন: একদিন PoK নিজে থেকেই বলবে, ‘আমি ভারতের’ : rajnath singh

আরও পড়ুন: নয়া ওষুধ ও ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ম বদল করছে কেন্দ্র, ক্ষোভ চিকিৎসা মহলে

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিঁদুর নিয়ে ১৬ ঘন্টার বিতর্কে রাজি কেন্দ্র

আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: অনেক বিতর্কের পর অবশেষে কেন্দ্রীয় সরকার অপারেশন সিঁদুর নিয়ে সংসদে ১৬ ঘন্টার বিতর্ক চালাতে রাজি হল। বিরোধীদের তরফে প্রবল দাবি জানানোর পর সংসদের বিজনেস অ্যাডভাইসরি কমিটি এই আলোচনার অনুমতি দেয়। সামনের সপ্তাহে ১৬ ঘন্টার এই আলোচনা হবে। এদিন সংসদের বাদল অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী মোদি বলেন, এই অধিবেশন বিজয় উৎসব পালনের অধিবেশন। গোটা দেশের বিজয় ছিনিয়ে এনেছে অপারেশন সিঁদুর। কিন্তু বিরোধী দলগুলির পক্ষে বলা হয়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপারেশন সিঁদুর নিয়ে বারংবার যে মন্তব্য করে চলেছেন তা ভারতের পক্ষে লজ্জার।

একটা সময়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিরোধীদের চাপের মুখে পড়েন। তিনি বলেন, আলোচনা হবে, আমি কথা দিচ্ছি। এরপর বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, এই নিয়ে অনেক প্রশ্ন আছে আমার। তখন স্পিকার ওম বিড়লা বলেন, ঠিক আছে, কাল জিরো আওয়ারে আপনি প্রশ্ন করবেন। তাঁরা দাবি করেন, প্রধানমন্ত্রীকে সংসদে এর জবাব দিতে হবে। তখনও সরকারি ভাবে ১৬ ঘন্টার বিতর্কের কথা জানানো হয়নি। পরে সরকারের তরফে বলা হয়, প্রধানমন্ত্রীর পূর্ব নির্ধারিত বিদেশ সফর রয়েছে এই সপ্তাহেই। তিনি বিদেশ থেকে ফেরার পর এই আলোচনা হবে। সেখানে বিরোধীদের যার যা বক্তব্য পেশ করতে পারবেন। কেউ বাধা দেবে না। প্রধানমন্ত্রী এদিন সংসদে নয়, সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, অপারেশন সিঁদুর এর মাধ্যমে ভারতের সামরিক শক্তির পরিচয় পেয়েছে সারা বিশ্ব। যে উদ্দেশ্যে এই অভিযান চালানো হয়েছিল তা ১০০ শতাংশ সফল হয়েছে। মাত্র ২২ মিনিটে আমাদের সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে।

প্রধানমন্ত্রী যখন ১০০ শতাংশ সফল বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তখন বলছেন, ভারতের ৫ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এই নিয়েই প্রশ্ন উঠেছে। তাছাড়া প্রধানমন্ত্রী বলেছিলেন, দুই দেশ আপসের মাধ্যমে যুদ্ধবিরতি মেনে নিয়েছে। অন্যদিকে ট্রাম্প বলেছেন, তিনি বাণিজ্য চুক্তির কথা বলে এই যুদ্ধবিরতি করিয়েছেন। তিনি একবার, দুবার নয়, ২৪ বার একই দাবি করেছেন।

আরও পড়ুন: একদিন PoK নিজে থেকেই বলবে, ‘আমি ভারতের’ : rajnath singh

আরও পড়ুন: নয়া ওষুধ ও ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ম বদল করছে কেন্দ্র, ক্ষোভ চিকিৎসা মহলে