পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্ডিগো এয়ারলাইন্সে পাঁচদিন ধরে চলা বিশৃঙ্খলা—শয়ে শয়ে ফ্লাইট বাতিল, হাজার হাজার যাত্রীর ভোগান্তি—নিয়ে এবার সরব কংগ্রেস। তাদের অভিযোগ, ইন্ডিগোর মালিকপক্ষ বিজেপিকে বিপুল নির্বাচনী চাঁদা দেওয়ায় মোদি সরকার সংস্থার বিরুদ্ধে মুখ খোলেনি।
শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে কংগ্রেস সাংসদ শক্তিকান্ত সেম্বিল জানান, নির্বাচনী বন্ডের তথ্য অনুসারে ইন্ডিগোর পরিচালন সংস্থা ইন্টারগ্লোব গোষ্ঠী ও রাহুল ভাটিয়া মোট ৫৬ কোটি টাকা চাঁদা দিয়েছেন, যার মধ্যে বিজেপি পেয়েছে একাই ৩১ কোটি। কংগ্রেসের অভিযোগ—এই আর্থিক সম্পর্কই যাত্রী সুরক্ষার প্রশ্নে কেন্দ্রকে নীরব রেখেছিল।
তাঁদের দাবি, আগাম সতর্কতা থাকা সত্ত্বেও কেন্দ্র ও সংস্থা কোনও প্রস্তুতি নেয়নি, যাতে আজ এই বিপর্যয় দেখা দিয়েছে। তবে বর্তমানে কেন্দ্র কড়া অবস্থান নিয়েছে। ডিজিসিএ জানিয়েছে, আগেই নিয়ম জানানো হয়েছিল, তবুও ইন্ডিগো ব্যবস্থা নেয়নি। সংস্থাকে নোটিস দেওয়া হয়েছে, জরিমানা এবং উড়ানের সংখ্যা কমানোর মতো শাস্তি হতে পারে বলেও সূত্রের দাবি।






























