০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
জেলে বসে জন্মদিনে চা–পাকোড়া, ভিডিয়ো ভাইরাল হতে নতুন করে মামলা দায়ের ১০ বন্দীর বিরুদ্ধে

সামিমা এহসানা
- আপডেট : ৫ জানুয়ারী ২০২৪, শুক্রবার
- / 14
পুবের কলম ওয়েব ডেস্ক: জন্মদিন পালন করা চায়। বাড়িতে হোক বা কারাগারে। কয়েক দিন আগে লুধিয়ানার কারাগারে মনি রানা নামে এক বিচারাধীন বন্দীর জন্মদিন ছিল। সে চা–পাকোড়ার আয়োজন করে সহবন্দীদের জন্য। কারাগারে বসে জন্মদিন পালনের সেই ভিডিয়ো মোবাইলে বন্দী করে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়। ভিডিয়োটি ভাইরাল হয়ে পড়ে।
অন্যদিকে বেশ কয়েকজন সহবন্দীও কারা কর্তৃপক্ষের কাছে নালিশ জানায়। এরপর পুলিশ গিয়ে মোবাইলের খোঁজ করে। কিন্তু ততক্ষণে মোবাইল লোপাট করে দেয় বন্দীরা। এই ঘটনার পর জন্মদিনে অংশগ্রহণকারী ১০ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়।
Tag :
Chai Pakoda And More Prisoners Cheer At Birthday Bash In Ludhiana Jail কারগারের ভেতরে অপরাধ জেলে বসে জন্মদিনে চা পাকোড়া