IPL 2024-25: ব্যর্থ মরশুমের পর KKR-এ বড় পরিবর্তন, কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত

- আপডেট : ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 22
পুবের কলম ওয়েবডেস্ক: ২০২৪-২৫ আইপিএলে একেবারেই ব্যর্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ব্যাটিং ব্যর্থতা, স্ট্র্যাটেজির অভাব ও বোলিংয়ে ধারাবাহিকতার অভাবে সহজ ম্যাচ হারিয়েছে তারা। বেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেলদের মতো অভিজ্ঞরা নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ব্যর্থ হয়েছেন সুনীল নারিন, বরুণ চক্রবর্তীরাও। ফলে ১৪ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে শেষ করে নাইটরা। গোটা টুর্নামেন্ট জুড়ে প্রথম একাদশ নির্বাচন ও টিম স্ট্র্যাটেজি নিয়েও সমালোচনার মুখে পড়ে KKR ম্যানেজমেন্ট।
এই ব্যর্থতার পর ২০২৫ সালের মরশুমের আগে বড় সিদ্ধান্ত নিল KKR। নাইটদের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত পদত্যাগ করেছেন। মঙ্গলবার KKR-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানানো হয়, উভয় পক্ষের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২ সাল থেকে KKR-এর কোচ ছিলেন তিনি। তাঁর অধীনে দল ৫৬টি ম্যাচে নেমে ২৮টি জিতেছে। ২০২৪ সালে গৌতম গম্ভীরের মেন্টরশিপে IPL চ্যাম্পিয়ন হয়েছিল KKR, তখন কোচ ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত।
চন্দ্রকান্ত পণ্ডিতের বিদায়ের পরই আলোচনায় এসেছে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য। একাধিক রিপোর্ট অনুযায়ী, নাইটদের বোলিং কোচ ভরত অরুণও পদত্যাগ করেছেন। যদিও KKR এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানায়নি।
এছাড়াও KKR ছেড়েছেন গৌতম গম্ভীর, যিনি এখন ভারতীয় জাতীয় দলের হেড কোচ। শিরোপা জেতানো অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও ছেড়ে দেয় নাইটরা। দলে আর নেই ফিল সল্ট ও মিচেল স্টার্কের মতো বিদেশি ক্রিকেটাররা। অধিনায়কত্বের দায়িত্ব পান অজিঙ্ক রাহানে, কিন্তু তাঁর নেতৃত্বেও ব্যর্থ KKR।
দলের অন্দরমহলের খবর, চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ের ধরন অনেক প্লেয়ারেরই পছন্দ ছিল না। এই বিষয়টিও নাকি তাঁকে কোচের পদ ছাড়তে বাধ্য করে। নাইটদের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়, “চন্দ্রকান্ত পণ্ডিত এখন আর কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ নন। উনি নতুন সুযোগের দিকে এগোচ্ছেন। ২০২৪ সালের IPL ট্রফি জয়ে ওঁর ভূমিকা অস্বীকার করা যায় না। শক্তিশালী স্কোয়াড গঠন এবং নিয়মশৃঙ্খলা বজায় রাখায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ভবিষ্যতের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ চন্দু স্যর!”
এই পরিস্থিতিতে নতুন কোচ কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আগামী মরশুমে ঘুরে দাঁড়াতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। তাই কোচিং স্টাফ ও স্কোয়াড গঠনে বড় রদবদল যে আসছে, তা স্পষ্ট।