০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্যারিস অলিম্পিকে নেই চানু-লভলিনারা!

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৯ অগাস্ট ২০২১, সোমবার
  • / 19

পুবের কলম ওয়েবডেস্কঃ এবারের টোকিও অলিম্পিকে  মহিলাদের ভারোত্তলনে ভারতকে রুপো এনে দিয়েছেন মীরাবাই চানু। পাশাপাশি মহিলাদের বক্সিংয়ে দেশকে ব্রোঞ্জ পদক এনে  দিয়েছেন  লভলিনা বরগোঁহাই। টোকিও অলিম্পিকের রেশ এখনও কাটেনি– এরই মধ্যে শোনা যাচ্ছে পরের বার অর্থাৎ ২০২৪ সালে  প্যারিস অলিম্পিকে নাকি ভারোত্তলন  এবং বক্সিং ইভেন্টই থাকবে না।

এখন  প্রশ্ন কেন? তাহলে কি চানু– লভলিনারা অবসর গ্রহণ করার কথা ভাবছেন? না সেরকম কোনও সম্ভবনা নেই। প্যারিসে অংশ গ্রহনের ইচ্ছেও রয়েছে তাঁদের। চানু তো কয়েকদিন আগেই বলেছেন– প্যারিস থেকে সোনার পদক নিয়ে ফিরতে  চান।  কিন্তু জানা যাচ্ছে প্যারিসে অলিম্পিকের নিয়ম-কানুনে কিছু রদবদল ঘটতে পারে। আর্ন্তজাতিক অলিম্পিক কমিটির (আইওসি) এই চিন্তাধারার জেরে ছেঁটে ফেলা হতে পারে ভারোত্তলন ও বক্সিংকে। স্বাভাবিক ভাবেই কমিটি এমন সিদ্ধান্ত নিলে এই বিভাগগুলির অ্যাথলিটরা বড়সড়  ক্ষতির মুখে পড়বেন।  আইওসি কেন এমন পরিকল্পনা করার চিন্তা ভাবনা করছে? জানা গিয়েছে– তাদের বক্তব্য– বক্সিং এবং ভারোত্তলনে অনেক সময়ই অ্যথলিটরা অসন্তোষ প্রকাশ করে থাকেন। যা অলিম্পিকের  ঐতিহ্য এবং গৌরবের বিরোধী। তাছাড়া ভারোত্তলনে ডোপিংয়ের বাড়বাড়ন্তও নিয়ে চিন্তায় রয়েছে আইসিসি। সেই কারনে অলিম্পিকে স্বচ্ছতা আনতে এই দুটি ইভেন্টকে সরিয়ে ফেলার চিন্তাভাবনা রয়েছে তাদের।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্যারিস অলিম্পিকে নেই চানু-লভলিনারা!

আপডেট : ৯ অগাস্ট ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ এবারের টোকিও অলিম্পিকে  মহিলাদের ভারোত্তলনে ভারতকে রুপো এনে দিয়েছেন মীরাবাই চানু। পাশাপাশি মহিলাদের বক্সিংয়ে দেশকে ব্রোঞ্জ পদক এনে  দিয়েছেন  লভলিনা বরগোঁহাই। টোকিও অলিম্পিকের রেশ এখনও কাটেনি– এরই মধ্যে শোনা যাচ্ছে পরের বার অর্থাৎ ২০২৪ সালে  প্যারিস অলিম্পিকে নাকি ভারোত্তলন  এবং বক্সিং ইভেন্টই থাকবে না।

এখন  প্রশ্ন কেন? তাহলে কি চানু– লভলিনারা অবসর গ্রহণ করার কথা ভাবছেন? না সেরকম কোনও সম্ভবনা নেই। প্যারিসে অংশ গ্রহনের ইচ্ছেও রয়েছে তাঁদের। চানু তো কয়েকদিন আগেই বলেছেন– প্যারিস থেকে সোনার পদক নিয়ে ফিরতে  চান।  কিন্তু জানা যাচ্ছে প্যারিসে অলিম্পিকের নিয়ম-কানুনে কিছু রদবদল ঘটতে পারে। আর্ন্তজাতিক অলিম্পিক কমিটির (আইওসি) এই চিন্তাধারার জেরে ছেঁটে ফেলা হতে পারে ভারোত্তলন ও বক্সিংকে। স্বাভাবিক ভাবেই কমিটি এমন সিদ্ধান্ত নিলে এই বিভাগগুলির অ্যাথলিটরা বড়সড়  ক্ষতির মুখে পড়বেন।  আইওসি কেন এমন পরিকল্পনা করার চিন্তা ভাবনা করছে? জানা গিয়েছে– তাদের বক্তব্য– বক্সিং এবং ভারোত্তলনে অনেক সময়ই অ্যথলিটরা অসন্তোষ প্রকাশ করে থাকেন। যা অলিম্পিকের  ঐতিহ্য এবং গৌরবের বিরোধী। তাছাড়া ভারোত্তলনে ডোপিংয়ের বাড়বাড়ন্তও নিয়ে চিন্তায় রয়েছে আইসিসি। সেই কারনে অলিম্পিকে স্বচ্ছতা আনতে এই দুটি ইভেন্টকে সরিয়ে ফেলার চিন্তাভাবনা রয়েছে তাদের।