১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চ্যাটজিবিটি প্লাসের সাবস্ক্রিপশন এবার ভারতে উপলব্ধ, ঘোষণা করল এআই

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 61

পুবের কলম, ওয়েবডেস্ক: এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স— কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার ভারতে উপলব্ধ চ্যাটজিবিটি প্লাস। চ্যাটজিপিটির পরবর্তী সংস্করণ জিপিটি-৪ নিয়ে এসেছে এবং এটি ইতিমধ্যেই বাজার সরগরম করে তুলেছে। বৈশিষ্ট্যযুক্ত এই চ্যাটজিবিটি প্লাস। এআই শুক্রবারই চ্যাটজিবিটি সাবস্ক্রিপশন পরিষেবা এবার ভারতে উপলব্ধ বলে ঘোষণা করে।

এআই একটি ট্যুইট করে জানিয়েছে, ‘সাবস্ক্রিপশন করে নিলে চ্যাটজিবিটি-৪-এ নতুন ফিচারগুলি চ্যাটজিবিটি প্লাসে পাওয়া যাবে। আমরা জিপিটি-৪ তৈরি করেছি, গভীর শিক্ষা বৃদ্ধিতে ওপেন আই-এর প্রচেষ্টার সর্বশেষ মাইলফলক এটি’। জিপিটি-৩.৫ এর থেকে এর কার্যকারিতা অনেক বেশি’।

আরও পড়ুন: রাশিয়ার তেল আর কিনবে না ভারত, দাবি ট্রাম্পের

২০২২ সালের ডিসেম্বরে লঞ্চ হয়েছিল চ্যাটজিপিটি। ওপেন আই নামে একটি সংস্থা এই প্রোটোটাইপ বিশ্ববাসীর ব্যবহারের জন্য নিয়ে হাজির হয়েছিল ডিসেম্বরে। ওপেনএআই ফেব্রুয়ারিতে প্রতি মাসে ২০ ডলার (প্রায় ১,৬৫০ টাকা) একটি চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশন চালু করেছে।
যদিও ওপেনএআই বলেছে সাবস্ক্রিপশনটি ভারতে উপলব্ধ, জানা গেছে, কোম্পানি ভারতীয় বাজারের জন্য মূল্য পরিবর্তন করেনি। অর্থাৎ সাবস্ক্রিপশনের সুবিধা উপভোগ করতে ব্যবহারকারীদের প্রতি মাসে প্রায় ১,৬৫০ টাকা দিতে হবে।

আরও পড়ুন: ১৩ দিনে ভারতে ১৪৫ টন ইলিশ পাঠাল বাংলাদেশ

ওপেনএআই-এর ট্যুইটের প্রতিক্রিয়ায় ওপেনএআই-এর সিইও, স্যাম অল্টম্যান বলেছেন যে সংস্থাটি ‘ভারতকে ভালবাসে’।  ওপেনএআই ভারতীয় সোশ্যাল মিডিয়া ফার্ম কু-র সঙ্গেও কাজ করছে যাতে ব্যবহারকারীদের কোনও ঝামেলা ছাড়াই কন্টেন্ট কম্পোজ করতে পারে। বৈশিষ্ট্যটি ধীরে ধীরে চালু হচ্ছে। এদিকে, কিছু ব্যবহারকারী দাবি করেছেন যে, ভারতে চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশনের উপলব্ধতা সত্ত্বেও, অর্থপ্রদান সফল নয়। এটি রিজার্ভ ব্যাঙ্কের নিয়মের কারণে হতে পারে যা পুনরাবৃত্ত সাবস্ক্রিপশনের অনুমতি দেয় না।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

আপনি যদি বিনামূল্যে জিপিটি-৪ প্রযুক্তির অভিজ্ঞতা নিতে চান, তবে মাইক্রোসফ্ট একটি বিকল্প অফার করছে। সম্প্রতি, মাইক্রোসফ্ট ঘোষণা করেছে যে তার বিং চ্যাট বা বিং এআই কিছু মালিকানাধীন প্রযুক্তির সঙ্গে যুক্ত জিপিটি -৪ প্রযুক্তিতে চলছে। বিং চ্যাট ভারতে বিনামূল্যে ব্যবহার করা যায় এবং এটি অ্যাপ আকারেও পাওয়া যায়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চ্যাটজিবিটি প্লাসের সাবস্ক্রিপশন এবার ভারতে উপলব্ধ, ঘোষণা করল এআই

আপডেট : ১৭ মার্চ ২০২৩, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স— কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার ভারতে উপলব্ধ চ্যাটজিবিটি প্লাস। চ্যাটজিপিটির পরবর্তী সংস্করণ জিপিটি-৪ নিয়ে এসেছে এবং এটি ইতিমধ্যেই বাজার সরগরম করে তুলেছে। বৈশিষ্ট্যযুক্ত এই চ্যাটজিবিটি প্লাস। এআই শুক্রবারই চ্যাটজিবিটি সাবস্ক্রিপশন পরিষেবা এবার ভারতে উপলব্ধ বলে ঘোষণা করে।

এআই একটি ট্যুইট করে জানিয়েছে, ‘সাবস্ক্রিপশন করে নিলে চ্যাটজিবিটি-৪-এ নতুন ফিচারগুলি চ্যাটজিবিটি প্লাসে পাওয়া যাবে। আমরা জিপিটি-৪ তৈরি করেছি, গভীর শিক্ষা বৃদ্ধিতে ওপেন আই-এর প্রচেষ্টার সর্বশেষ মাইলফলক এটি’। জিপিটি-৩.৫ এর থেকে এর কার্যকারিতা অনেক বেশি’।

আরও পড়ুন: রাশিয়ার তেল আর কিনবে না ভারত, দাবি ট্রাম্পের

২০২২ সালের ডিসেম্বরে লঞ্চ হয়েছিল চ্যাটজিপিটি। ওপেন আই নামে একটি সংস্থা এই প্রোটোটাইপ বিশ্ববাসীর ব্যবহারের জন্য নিয়ে হাজির হয়েছিল ডিসেম্বরে। ওপেনএআই ফেব্রুয়ারিতে প্রতি মাসে ২০ ডলার (প্রায় ১,৬৫০ টাকা) একটি চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশন চালু করেছে।
যদিও ওপেনএআই বলেছে সাবস্ক্রিপশনটি ভারতে উপলব্ধ, জানা গেছে, কোম্পানি ভারতীয় বাজারের জন্য মূল্য পরিবর্তন করেনি। অর্থাৎ সাবস্ক্রিপশনের সুবিধা উপভোগ করতে ব্যবহারকারীদের প্রতি মাসে প্রায় ১,৬৫০ টাকা দিতে হবে।

আরও পড়ুন: ১৩ দিনে ভারতে ১৪৫ টন ইলিশ পাঠাল বাংলাদেশ

ওপেনএআই-এর ট্যুইটের প্রতিক্রিয়ায় ওপেনএআই-এর সিইও, স্যাম অল্টম্যান বলেছেন যে সংস্থাটি ‘ভারতকে ভালবাসে’।  ওপেনএআই ভারতীয় সোশ্যাল মিডিয়া ফার্ম কু-র সঙ্গেও কাজ করছে যাতে ব্যবহারকারীদের কোনও ঝামেলা ছাড়াই কন্টেন্ট কম্পোজ করতে পারে। বৈশিষ্ট্যটি ধীরে ধীরে চালু হচ্ছে। এদিকে, কিছু ব্যবহারকারী দাবি করেছেন যে, ভারতে চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রিপশনের উপলব্ধতা সত্ত্বেও, অর্থপ্রদান সফল নয়। এটি রিজার্ভ ব্যাঙ্কের নিয়মের কারণে হতে পারে যা পুনরাবৃত্ত সাবস্ক্রিপশনের অনুমতি দেয় না।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

আপনি যদি বিনামূল্যে জিপিটি-৪ প্রযুক্তির অভিজ্ঞতা নিতে চান, তবে মাইক্রোসফ্ট একটি বিকল্প অফার করছে। সম্প্রতি, মাইক্রোসফ্ট ঘোষণা করেছে যে তার বিং চ্যাট বা বিং এআই কিছু মালিকানাধীন প্রযুক্তির সঙ্গে যুক্ত জিপিটি -৪ প্রযুক্তিতে চলছে। বিং চ্যাট ভারতে বিনামূল্যে ব্যবহার করা যায় এবং এটি অ্যাপ আকারেও পাওয়া যায়।