লোকসভা ভোট পরিচালনায় এগিয়ে বাংলা, খুশি মুখ্য নির্বাচন কমিশনার
- আপডেট : ৮ মে ২০২৪, বুধবার
- / 20

Voters queue outside a polling booth in Hariharpara constituency, MURSHIDABAD DISTRICTS, in the 2nd of the six-phase Assembly elections in WEST BENGAL. Voting took place in the three districts of Birbhum, Nadia, Murshidabad on Saturday. Express photo by Partha Paul-Berhampore-230411 *** Local Caption *** Voters queue outside a polling booth in Hariharpara constituency, MURSHIDABAD DISTRICTS, in the 2nd of the six-phase Assembly elections in WEST BENGAL. Voting took place in the three districts of Birbhum, Nadia, Murshidabad on Saturday. Express photo by Partha Paul-Berhampore-230411
পুবের কলম, ওয়েব ডেস্কঃ এ যেন উলটপুরাণ। বাংলায় ভোটে বারবার হিংসার অভিযোগে সরব হয়েছে বিরোধী দলগুলি। পঞ্চায়েত নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ আদালত পর্যন্ত গড়াই। কিন্তু অষ্টাদশ লোকসভা নির্বাচনে চলতি তিন দফা নির্বাচনের পর বাংলার ভোট পরিস্থিতি নিয়ে খুশি ভারতের নির্বাচন কমিশন। শুধু তাই নয় বিশেষ প্রশংসা করেছেন খোদ নির্বাচন কমিশনার রাজীব কুমার।
বুধবার রাজীব কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভোট নিয়ে একটি বৈঠক করেন। কোথায় কেমন ভোট হচ্ছে, কী ভাবে ভোট হচ্ছে, গোটা প্রক্রিয়া পরিচালনায় কোনও সমস্যা হচ্ছে কি না, তা নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। সূত্রের খবর, সেখানেই বাংলার ভোটের প্রশংসা করেন নির্বাচন কমিশনার রাজীব। জানান, বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাবের কাজে তিনি খুশি।
লোকসভা নির্বাচনের মরশুমে দেশের সব রাজ্যের মধ্যে অন্যতম সুষ্ঠভাবে ভোটগ্রহণের রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। শুধু তাই নয়, তেলঙ্গানা-সহ বেশ কয়েকটি রাজ্যের হিংসার অভিযোগ প্রকাশ্যে আসায় বেশ ক্ষুব্ধ নির্বাচন কমিশন। সূত্রের খবর, তৃতীয় দফার ভোট নিয়ে বিশেষ ভাবে চিন্তিত ছিল কমিশন। কারণ ওই দফায় ভোট ছিল জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর এবং মালদহ দক্ষিণ কেন্দ্রে। এই আসনগুলিতে অশান্তির আশঙ্কা ছিল তুলনামূলক বেশি। যে কারণে এই কেন্দ্রগুলিতে বাড়তি সতর্কতাও অবলম্বন করেছিল কমিশন। স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে তৃতীয় দফায় কোথাও বড় কোনও অশান্তির খবর মেলেনি। যা নিয়ে কমিশন খুশি। আগামী দফাগুলিতে যাতে বাংলায় আরও শান্তিপূর্ণ ভোট হয়, তা নিশ্চিত করতে বলা হয়েছে আরিফকে। আরও কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সুনাম বজায় রেখেই চতুর্থ দফার ভোটগ্রহণ ভালভাবে করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। চতুর্থ দফার ভোট রয়েছে আগামী ১৩ মে। ওই দিন বাংলার মোট আটটি আসনে ভোটগ্রহণ হবে। তালিকায় রয়েছে বোলপুর, বীরভূম, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল। একাধিক তারকা প্রার্থীর ভোট রয়েছে চতুর্থ দফায়। ভোট পরিচালনার জন্য পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রগুলিতে মোতায়েন করা হয়েছে।