২৩ নভেম্বর ২০২৫, রবিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পরবর্তী CJI বিচারপতি গাভাই, শপথ ১৪ মে

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
  • / 364

পুবের কলম, ওয়েবডেস্ক: CJI সঞ্জীব খান্নার উত্তরসূরি বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। আগামী ১৪ মে ৫২তম প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি বি আর গাভাই। উল্লেখ্য, ছয় মাসের জন্য দেশের প্রধান বিচারপতি হবেন গাভাই। চলতি বছরে নভেম্বর মাসে অবসর নেবেন তিনি। বিচারপতি বালাকৃষ্ণনের পরে দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গাভাই। সূত্রের খবর, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে তাঁর উত্তরসূরির নাম প্রস্তাবের আহ্বান করেছিল দেশের আইন মন্ত্রণালয়। সেমত উত্তরসূরি বিচারপতি বি আর গাভাইয়ের নাম প্রস্তাব করেন বর্তমান প্রধান বিচারপতি। আগামী ১৪ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন তিনি। ঠিক তার আগের দিন ১৩ মে অবসর নেবেন শীর্ষ আদালতের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

আরও পড়ুন: Supreme Court Order: স্কুলে যেতে পারবেন যোগ্য শিক্ষকরা

আরও পড়ুন: বিচারকরা রাজা নন, তারা জনগণের জনসেবক: বিচারপতি গাভাই

বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই ১৯৬০ সালের ২৪ নভেম্বর অমরাবতীতে জন্মগ্রহণকারী। তিনি ১৯৮৫ সালের ১৬ মার্চ আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেন। এরপর তিনি ১৯৮৭ -১৯৯০ সাল পর্যন্ত বোম্বে হাইকোর্টে স্বাধীনভাবে অনুশীলন করেন। ১৯৯০ সালের পর, তিনি মূলত বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে সাংবিধানিক ও প্রশাসনিক আইনের উপর প্রাকটিস করেন। তিনি নাগপুর পৌর কর্পোরেশন, অমরাবতী পৌর কর্পোরেশন এবং অমরাবতী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৪ নভেম্বর, ২০০৩ সালে তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন এবং ১২ নভেম্বর, ২০০৫ সালে বোম্বে হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিশ্চিত হন। তিনি ২৪ মে, ২০১৯ তারিখে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক পদে উন্নীত হন।তাঁর অবসর গ্রহণের তারিখে নির্ধারিত ছিল ২৩ নভেম্বর, ২০২৫।

আরও পড়ুন: উত্তরসূরির নাম প্রস্তাব সিজেআইয়ের, দেশের পরবর্তী প্রধান বিচারপতি সূর্য কান্ত

আরও পড়ুন: বিহারের এসআইআর মামলা: আজ চূড়ান্ত শুনানি হবে সর্বোচ্চ আদালতে

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পরবর্তী CJI বিচারপতি গাভাই, শপথ ১৪ মে

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: CJI সঞ্জীব খান্নার উত্তরসূরি বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। আগামী ১৪ মে ৫২তম প্রধান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি বি আর গাভাই। উল্লেখ্য, ছয় মাসের জন্য দেশের প্রধান বিচারপতি হবেন গাভাই। চলতি বছরে নভেম্বর মাসে অবসর নেবেন তিনি। বিচারপতি বালাকৃষ্ণনের পরে দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গাভাই। সূত্রের খবর, প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে তাঁর উত্তরসূরির নাম প্রস্তাবের আহ্বান করেছিল দেশের আইন মন্ত্রণালয়। সেমত উত্তরসূরি বিচারপতি বি আর গাভাইয়ের নাম প্রস্তাব করেন বর্তমান প্রধান বিচারপতি। আগামী ১৪ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন তিনি। ঠিক তার আগের দিন ১৩ মে অবসর নেবেন শীর্ষ আদালতের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।

আরও পড়ুন: Supreme Court Order: স্কুলে যেতে পারবেন যোগ্য শিক্ষকরা

আরও পড়ুন: বিচারকরা রাজা নন, তারা জনগণের জনসেবক: বিচারপতি গাভাই

বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই ১৯৬০ সালের ২৪ নভেম্বর অমরাবতীতে জন্মগ্রহণকারী। তিনি ১৯৮৫ সালের ১৬ মার্চ আইনজীবী হিসেবে নাম নথিভুক্ত করেন। এরপর তিনি ১৯৮৭ -১৯৯০ সাল পর্যন্ত বোম্বে হাইকোর্টে স্বাধীনভাবে অনুশীলন করেন। ১৯৯০ সালের পর, তিনি মূলত বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে সাংবিধানিক ও প্রশাসনিক আইনের উপর প্রাকটিস করেন। তিনি নাগপুর পৌর কর্পোরেশন, অমরাবতী পৌর কর্পোরেশন এবং অমরাবতী বিশ্ববিদ্যালয়ের স্থায়ী পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। ১৪ নভেম্বর, ২০০৩ সালে তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন এবং ১২ নভেম্বর, ২০০৫ সালে বোম্বে হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিশ্চিত হন। তিনি ২৪ মে, ২০১৯ তারিখে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক পদে উন্নীত হন।তাঁর অবসর গ্রহণের তারিখে নির্ধারিত ছিল ২৩ নভেম্বর, ২০২৫।

আরও পড়ুন: উত্তরসূরির নাম প্রস্তাব সিজেআইয়ের, দেশের পরবর্তী প্রধান বিচারপতি সূর্য কান্ত

আরও পড়ুন: বিহারের এসআইআর মামলা: আজ চূড়ান্ত শুনানি হবে সর্বোচ্চ আদালতে