ত্রিপুরায় রাজ্যের প্রথম সরকারি ইংরেজি মাধ্যম কলেজের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

- আপডেট : ১৯ অক্টোবর ২০২২, বুধবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্ক: ত্রিপুরায় রাজ্যের প্রথম সরকারি ইংরেজি মাধ্যম কলেজ, শ্রী অরবিন্দ সাধারণ ডিগ্রি কলেজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। কুঞ্জবনস্থিত পুরনো জেলা শিক্ষা এবং প্রশিক্ষণ কেন্দ্রে চালু হয়েছে এই কলেজ।
এই কলেজ উদ্বোধন করে মানিক সাহা বলেন, শিক্ষাক্ষেত্রে শুধুমাত্র প্রথাগত শিক্ষাই যথেষ্ঠ নয়, পড়াশোনার ছাড়াও খেলাধুলো, নাটক, শরীরচর্চা করতে হবে। শুধুমাত্র প্রথাগত শিক্ষার মাধ্যমেই মানুষ হয়ে ওঠা সম্ভব নয়, শরীর সুস্থ রাখার জন্য চাই শারীরিক কসরৎ। তবেই গঠিত হবে সঠিক চরিত্র। আর একজন ভালো চরিত্রের মানুষই দেশ গঠনে কাজে লাগতে পারে। মানিক সাহা রাজ্যের শিক্ষার বিকাশ নিয়ে বলেন, শিক্ষার উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছে রাজ্য সরকার। মানসম্মত শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষার সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার। তাই নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষার্থীদের কাছে উন্নত শিক্ষার পৌঁছে দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে বিকাশের লক্ষ্যে রাজ্যের প্রথম ইংরেজি মাধ্যম সরকারি কলেজের উদ্বোধন করা হল। পরবর্তী সময় ধাপে ধাপে এই কলেজের পরিকাঠামোগত আরও উন্নয়ন করা হবে।
ত্রিপুরায় প্রথম সরকারি ইংরেজি মাধ্যম ডিগ্রি কলেজ স্থাপনের জন্য শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং শিক্ষা দফতরকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী শ্রী সাহা বলেন ” বর্তমান সময়ে ইংরেজি শিক্ষার গুরুত্ব অপরিসীম। দেশে হোক কিংবা বিদেশে, প্রতিযোগিতায় সফল হতে চাইলে ইংরেজিতে দক্ষ হওয়া আবশ্যক। তিনি রাজ্যের শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাঁরা যেন শুধুমাত্র নম্বরের পিছনে না দৌড়ন। পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমকেও যেন তাঁরা সমান গুরুত্ব দেন। তবেই তাদের পরিপূর্ণ বিকাশ ঘটবে। রতনলাল নাথ বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি মেনে রাজ্যের অনেক বিদ্যালয়কে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। শিক্ষার্থীদের কাছে সুষ্ঠুভাবে শিক্ষা পৌঁছে দেওয়াই প্রধান লক্ষ্য।