মুহাররমের শোকযাত্রায় শিশুদের অস্ত্র না দেওয়ার আবেদন শিশু সুরক্ষা কমিশনের

- আপডেট : ২৮ জুলাই ২০২৩, শুক্রবার
- / 17
পুবের কলম প্রতিবেদক: আসন্ন মুহাররমের শোকযাত্রায় শিশুদের হাতে যাতে কোনও ভাবে অস্ত্রশস্ত্র না দেওয়া হয়, তার জন্য প্রতিটি জেলা প্রশাসনকে জানিয়েছে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশন। প্রশাসনিক আধিকারিকদের নির্দেশিকায় জানিয়েছে, শোকযাত্রায় শিশুদের অধিকার রক্ষা করার কথা মাথায় রেখে যে সমস্ত শিশু উক্ত শোকযাত্রায় স্বেচ্ছায় অংশগ্রহণ করবে, তারা যেন কোনও ধরনের অস্ত্রসহ না থাকে। কারণ এতে শিশু অধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত হবে।
পশ্চিমবঙ্গের সমস্ত জেলার পুলিশ আধিকারিক, জেলা শাসক, অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট, বোর্ড অফ ওয়াকফ আন্ডার মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাশা এডুকেশন ডিপার্টমেন্ট, সমস্ত জেলার ইমামদের অনুরোধ জানিয়েছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। শুক্রবার জুম্মার নামাজের আগে খুতবায় এই বিষয়ে ঘোষণা করার পাশাপাশি নোটিশ, ব্যানার, পুস্তিকা, লিফলেট প্রভৃতি বিতরণ অথবা মাইক ঘোষণার মাধ্যমে এই বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতামূলক প্রচার চালানোর অনুরোধ জানিয়েছে রাজ্য প্রশাসন।