ফিলিস্তিনে দূতাবাস খুলতে চলেছে চিলি
ইমামা খাতুন
- আপডেট :
২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার
- / 33
পুবের কলম ওয়েব ডেস্কঃ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দূতাবাস খোলার পরিকল্পনা করছে লাতিন আমেরিকান দেশ চিলি। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিচ একথা ঘোষণা করেছেন। দূতাবাস খোলার বিষয়ে চিলির এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি বিদেশমন্ত্রক। চিলির এই সিদ্ধান্তকে ইসরাইলের জন্য এক জোরদার ধাক্কা হিসাবে দেখছেন বিশ্লেষকরা।
কারণ ইসরাইল বহু আগে থেকেই বিশ্বের দেশগুলিকে জেরুসালেমে দূতাবাস খোলার আহ্বান জানিয়ে আসছে। এই আহ্বানে বেশকিছু দেশ সাড়া দিলেও বেশিরভাগ দেশই বিতর্কিত অঞ্চলে দূতাবাস খোলার সিদ্ধান্ত স্থগিত রেখেছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দূতাবাস খোলার বিষয়ে চিলির পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির বিদেশমন্ত্রী আন্তোনিয়া উরেজোলা।
কিন্তু তিনি বলেছেন, দূতাবাস খোলার ব্যাপারে নির্দিষ্ট কোনও তারিখ ঠিক করা হয়নি এবং ফিলিস্তিন ও ইসরাইল উভয়কেই বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে যাবে চিলি। গত বুধবার সন্ধ্যায় চিলির রাজধানী সান্তিয়াগোতে শহরের বৃহত্তম ফিলিস্তিনি সম্প্রদায়ের আয়োজিত একটি অনুষ্ঠানে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দূতাবাস খোলার সিদ্ধান্ত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিচ।
ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি একটি ঝুঁকি নিচ্ছি। আমরা ফিলিস্তিনে আমাদের সরকারি প্রতিনিধিত্ব আরও বাড়াতে চলেছি। এখন আমরা ফিলিস্তিনে একটি দূতাবাস খুলতে যাচ্ছি।’ ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে, ফিলিস্তিনের বিদেশমন্ত্রক এবং প্রবাসী ফিলিস্তিনিরা চিলির এই পদক্ষেপের ব্যাপক প্রশংসা করেছে। বিদেশমন্ত্রক বলেছে, ‘এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের সমর্থনে চিলি ও তার প্রেসিডেন্টের নীতিগত অবস্থান নিশ্চিত করেছে।’