২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা ফৌজের উঁকিঝুকি, ম্যারাথন বৈঠকে ভারতীয় সেনা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 124

 

পুবের কলম ওয়েবডেস্কঃ লাদখ সন্নিহিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা ফৌজের গতিবিধি কিছুটা কমলেও রয়ে গিয়েছে অস্বস্তি। তাই রবিবার থেকে ভারত ও চিনা ফৌজি কর্তাদের মধ্যে শুরু হয় বৈঠক। প্রায় ১২ ঘন্টা ধরে চলে এই ম্যারাথন বৈঠক। বিতর্কিত এলাকাগুলো থেকে লাল ফৌজ কে সরে যাওয়ার জন্য চাপ দিয়েছেন ভারতীয় সেনা কর্তারা। এমনটাটাই সূত্রের খবর।

আরও পড়ুন: রাজ্যের স্বীকৃতির দাবিতে অশান্ত লাদাখ, জারি কার্ফু

 

আরও পড়ুন: সরকারি চাকরিতে ৮৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা, দাবিপূরণ লাদাখবাসীর

রবিবার লাদাখ সীমান্তের চুশুল-মলডো বর্ডার পয়েন্টে ভারতের দিকে আলোচনায় বসে দুই দেশের সেনা। সেনা সূত্রে জানা যাচ্ছে এরআগে প্রায় ১৫ বার বৈঠক হলেও কোন সমাধান সূত্র আক্ষরিক অর্থেই মেলেনি।

আরও পড়ুন: Earthquake-এ কেঁপে উঠল লাদাখের কারগিল

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষের কেন্দ্রগুলি থেকে সেনা প্রত্যাহার ও শান্তি বজায় রাখা ছিল এই পর্বের বৈঠকের মূল উদ্দেশ্য। ফায়ার অ্যান্ড ফিউরি’ কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এ সেনগুপ্ত ছিলেন ভারতীয় সেনার মুখ্য প্রতিনিধি।

প্রতীকী ছবি

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা ফৌজের উঁকিঝুকি, ম্যারাথন বৈঠকে ভারতীয় সেনা

আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ লাদখ সন্নিহিত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনা ফৌজের গতিবিধি কিছুটা কমলেও রয়ে গিয়েছে অস্বস্তি। তাই রবিবার থেকে ভারত ও চিনা ফৌজি কর্তাদের মধ্যে শুরু হয় বৈঠক। প্রায় ১২ ঘন্টা ধরে চলে এই ম্যারাথন বৈঠক। বিতর্কিত এলাকাগুলো থেকে লাল ফৌজ কে সরে যাওয়ার জন্য চাপ দিয়েছেন ভারতীয় সেনা কর্তারা। এমনটাটাই সূত্রের খবর।

আরও পড়ুন: রাজ্যের স্বীকৃতির দাবিতে অশান্ত লাদাখ, জারি কার্ফু

 

আরও পড়ুন: সরকারি চাকরিতে ৮৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা, দাবিপূরণ লাদাখবাসীর

রবিবার লাদাখ সীমান্তের চুশুল-মলডো বর্ডার পয়েন্টে ভারতের দিকে আলোচনায় বসে দুই দেশের সেনা। সেনা সূত্রে জানা যাচ্ছে এরআগে প্রায় ১৫ বার বৈঠক হলেও কোন সমাধান সূত্র আক্ষরিক অর্থেই মেলেনি।

আরও পড়ুন: Earthquake-এ কেঁপে উঠল লাদাখের কারগিল

পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষের কেন্দ্রগুলি থেকে সেনা প্রত্যাহার ও শান্তি বজায় রাখা ছিল এই পর্বের বৈঠকের মূল উদ্দেশ্য। ফায়ার অ্যান্ড ফিউরি’ কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এ সেনগুপ্ত ছিলেন ভারতীয় সেনার মুখ্য প্রতিনিধি।

প্রতীকী ছবি