১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
১৫ তলা থেকে ২ শিশুকে ছুঁড়ে ফেলা চিনা দম্পতির মৃত্যুদণ্ডের সাজা

সামিমা এহসানা
- আপডেট : ১ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
- / 34
পুবের কলম ওয়েব ডেস্ক: এক চিনা দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছে চিন সরকার। ঝ্যাং বো ও তার বান্ধবী ইয়ে চেংচেন একসঙ্গে সংসার শুরু করতে চেয়েছিল। যদিও বো এর আগের স্ত্রী ও দুই সন্তান ছিল। কিন্তু তাদের নতুন সংসারে কারও কোনও আপত্তিও ছিল না। এমনকি ওই ব্যক্তি তার স্ত্রীকে ডিভোর্স ও দেয়। তারপরও বান্ধবী চেংচেন তাকে বুঝিয়েছিল, তাদের নতুন সংসারের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে দুই সন্তান। ফলে তাদেরকে হত্যা করা দরকার। এরপর ১৫ তলা থেকে ছুঁড়ে ফেলে ওই দুই সন্তানকে হত্যা করা হয় ২০২০ সালে। ওই ঘটনায় উদ্বিগ্ন হয় দেশের মানুষ। শেষ পর্যন্ত চিনের সুপ্রিম কোর্টের রায়ের পর ওই দু’জনকেই মৃত্যুদণ্ড দিয়েছে চিন সরকার।
Tag :
১৫ তলা থেকে ছুঁড়ে ২ শিশুর হত্যা চিনা দম্পতির মৃত্যুদণ্ডের সাজা Chinese Couple Executed For Killing 2 Children Wanted To Start New Family Together