গুরুতর অসুস্থ ক্রিস কেয়ানর্স, রয়েছেন লাইফ সাপোর্টে

- আপডেট : ১০ অগাস্ট ২০২১, মঙ্গলবার
- / 30
পুবের কলম, ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার ক্রিস কেয়ানর্স গুরুতর অসুস্থ হয়ে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। হার্টজনিত সমস্যায় কেয়ার্নস গত সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে পড়েলে প্রথমে ক্যানবেরায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তার বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়েছে। তবে শোনা যাচ্ছে, কোনও চিকিৎসাতেই তেমন কোনো সাড়া দেয়নি তার শরীর। অসুস্থ হয়ে পড়ার সময় ক্যানবেরাতে ছিলেন তিনি। তবে এখন তিনি অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে রয়েছেন। প্রয়োজনে তাকে সিডনিতে নিয়ে যাওয়া যেতে পারে।খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন ওই সময়ের বিশ্বের সেরা অলরাউন্ডার। বিশেষ করে সীমিত ওভার ক্রিকেটে। কেয়ানর্স ১৯৮৯ থেকে ২০০৬ পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ৬২ টেস্ট, ২১৫টি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলেন। ২০০০ সালে উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের একজন ছিলেন কেয়ার্নস। তার বাবা ল্যান্সও একটা সময় কিউয়িদের হয়ে ক্রিকেট খেলেছিলেন।