০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বর্তমানে সঙ্গী হুইলচেয়ার, আর কোনওদিন হাঁটতে পারবেন কিনা জানেন না ক্রিস কেয়ার্নস

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ ডিসেম্বর ২০২১, শুক্রবার
  • / 16

পুবের কলম, ওয়েবডেস্কঃ একটা সময়ে তার বোলিং দাপটে কাঁপতেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের সেই কিংবদন্তি ক্রিকেটার ক্রিস কেয়ার্নস আজ অসুস্থ। কিছুদিন আগেই তার শরীরের বাঁ দিকটা অবশ হয়ে গেছিল। ওপেন হার্ট সার্জারি করতে হয়েছে তার। ৫১ বছরের ক্রিস কেয়ার্নসের এখন হুইল চেয়ারই ভরসা। নিজেও জানেন না কবে তিনি হাঁটতে পারবেন বা আদৌ পারবেন কিনা?  অস্ত্রোপচার হয়েছে ৪ মাস আগে। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ ক্যানবেরা হাসপাতালে স্পেশাল রিহ্যাবিলিটেশনের মধ্যে রয়েছেন।

 

আরও পড়ুন: গুরুতর অসুস্থ ক্রিস কেয়ানর্স, রয়েছেন লাইফ সাপোর্টে

নিজেই জানালেন দুঃখের কথা, ‘আমি জানিনা,  আমি আর কোনওদিন হাঁটতে পারব কিনা, আমি এখন এটার সাথে সম্পৃক্ত হয়ে গেছি। মনে মনে নিজেকে তৈরি করে ফেলেছি। এখন সবটাই নির্ভর করছে আমার নিজের বোঝাপড়ার ওপর। হয়তো হুইলচেয়ারে বসেই আমায় পুরো জীবনটা এখন উপভোগ করতে হবে,  কিন্তু সঙ্গে এটাও বলতে পারি এটা একটা অন্য অভিজ্ঞতা হতে চলেছে।’

 

এতটাই কষ্ট পেয়েছেন ক্রিস কেয়ার্নস যে বলছেন, ‘১৪ সপ্তাহ আগে এই ঘটনা ঘটেছে কিন্তু আমার কোনও অনুভূতি কিছুই মনে হচ্ছে না, যেখানে আমার চারটে ওপেন হার্ট সার্জারি হয়েছে। আমি এখনও সার্জারির সেই দিনগুলো মনে করতে পারি।’

 

পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন, ‘আমি আশা করছি আমার পরিবারের সঙ্গে ফের আমি ছুটি কাটাতে যাব, হয়তো সেটা হুইল চেয়ারে বসেই হবে,  কিন্তু আমার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ তো পাব ।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বর্তমানে সঙ্গী হুইলচেয়ার, আর কোনওদিন হাঁটতে পারবেন কিনা জানেন না ক্রিস কেয়ার্নস

আপডেট : ৩ ডিসেম্বর ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ একটা সময়ে তার বোলিং দাপটে কাঁপতেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের সেই কিংবদন্তি ক্রিকেটার ক্রিস কেয়ার্নস আজ অসুস্থ। কিছুদিন আগেই তার শরীরের বাঁ দিকটা অবশ হয়ে গেছিল। ওপেন হার্ট সার্জারি করতে হয়েছে তার। ৫১ বছরের ক্রিস কেয়ার্নসের এখন হুইল চেয়ারই ভরসা। নিজেও জানেন না কবে তিনি হাঁটতে পারবেন বা আদৌ পারবেন কিনা?  অস্ত্রোপচার হয়েছে ৪ মাস আগে। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ ক্যানবেরা হাসপাতালে স্পেশাল রিহ্যাবিলিটেশনের মধ্যে রয়েছেন।

 

আরও পড়ুন: গুরুতর অসুস্থ ক্রিস কেয়ানর্স, রয়েছেন লাইফ সাপোর্টে

নিজেই জানালেন দুঃখের কথা, ‘আমি জানিনা,  আমি আর কোনওদিন হাঁটতে পারব কিনা, আমি এখন এটার সাথে সম্পৃক্ত হয়ে গেছি। মনে মনে নিজেকে তৈরি করে ফেলেছি। এখন সবটাই নির্ভর করছে আমার নিজের বোঝাপড়ার ওপর। হয়তো হুইলচেয়ারে বসেই আমায় পুরো জীবনটা এখন উপভোগ করতে হবে,  কিন্তু সঙ্গে এটাও বলতে পারি এটা একটা অন্য অভিজ্ঞতা হতে চলেছে।’

 

এতটাই কষ্ট পেয়েছেন ক্রিস কেয়ার্নস যে বলছেন, ‘১৪ সপ্তাহ আগে এই ঘটনা ঘটেছে কিন্তু আমার কোনও অনুভূতি কিছুই মনে হচ্ছে না, যেখানে আমার চারটে ওপেন হার্ট সার্জারি হয়েছে। আমি এখনও সার্জারির সেই দিনগুলো মনে করতে পারি।’

 

পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন, ‘আমি আশা করছি আমার পরিবারের সঙ্গে ফের আমি ছুটি কাটাতে যাব, হয়তো সেটা হুইল চেয়ারে বসেই হবে,  কিন্তু আমার পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ তো পাব ।’