হাওড়ার শিবপুরে রামনবমীতে সংঘর্ষের ঘটনায় তদন্তে সিআইডি, চলছে ড্রোনে নজরদারি

- আপডেট : ১ এপ্রিল ২০২৩, শনিবার
- / 15
পুবের কলম, ওয়েবডেস্কঃ হাওড়ার শিবপুরে রামনবমীর ঘটনায় তদন্তের ভার নিল সিআইডি। এলাকাজুড়ে চলছে ড্রোনে নজরদারি। বেশ কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। চলছে পুলিশি টহলদারি। পুলিশের তরফ থেকে রাস্তায় অকারণে জমায়েত না করার নির্দেশ দেওয়া হয়েছে। মাইকে চলছে পুলিশি প্রচার। ১৪৪ ধারা জারি আছে।
রাজ্য সরকারের নির্দেশে হাওড়া পুলিশের কাছ থেকে তদন্তভার হাতে নিল সিআইডি। তদন্তের নেতৃত্বে রয়েছেন আইজি, সিআইডি (ওয়ান) বিশাল গর্গ, সিআইডি (অপারেশন’স) সুখেন্দু হীরা।
এখনও পর্যন্ত এই ঘটনায় দুটি এফআইআর দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৩৮ জনকে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে শিবপুরের পরিস্থিতি। দোকান-পাঠ খুলেছে। জিটি যান চলাচল স্বাভাবিক।
গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রামনবমীর সংঘর্ষের ঘটনায় কাউকে রেয়াত করা হবে না। অভিযুক্তরা শাস্তি পাবেই। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে আছে রাজ্য সরকার।