০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুলগামে সন্ত্রাসী হামলায় নিহত বেসামরিক নাগরিক  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার
  • / 141

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের উত্তপ্ত উপত্যকা। জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাসী হামলায় গুলিতে নিহত হলেন এক বেসামরিক নাগরিক। বুধবারের সন্ধ্যার এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে উপত্যকায়। সতীশ কুমার সিং নামে একজন রাজপুতকে বুধবার সন্ধ্যার দিকে দক্ষিণ কাশ্মীর জেলার কাকরান এলাকায় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এই হামলায় বেসামরিক নাগরিকের মৃত্যর কথা নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা।  ঘটনার সময় হঠাৎ করে গুলির শব্দ পেয়ে ছুটে যায় পুলিশ। সেখানে গিয়ে বাড়ির বাইরে সতীশ কুমার সিং-এর রক্তাক্ত দেহ উদ্ধার করেন তারা। মৃত সতীশ কুমার সিং-(৫৫) মাথায় একটি ও বুকে দুটি গুলি লেগেছে। রক্তাক্ত অবস্থায় তাকে শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ একটি ট্যুইট করে জানিয়েছে, কুলগামের বাসিন্দা বেসামরিক নাগরিক সতীশ কুমার সিংয়ের মৃত্যু হয়েছে। জঙ্গিদের শীঘ্রই গ্রেফতার করা হবে। জড়িত সন্ত্রাসীদের ট্র্যাক করার খোঁজ চলছে।  প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই সন্ত্রাসী হামলার পিছনে লস্কর-ই-তৈবার হাত আছে।কুলগাম ও সোপিয়ান জেলার খুব ছোট্ট জায়গাজুড়ে রাজপুতদের বসবাস। এরা পরিযায়ী নয়। প্রধানত আপেলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে থাকে।  উল্লেখ্য, গত ১০ দিনে সন্ত্রাসবাদীরা দক্ষিণ কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপরে সন্ত্রাস বাড়িয়েছে বলে খবর।

আরও পড়ুন: ফের বড়সড় জঙ্গি হামলা পাকিস্তানে, ৯০ জনকে হত্যার দাবি বিএলএ-এর

গত সপ্তাহে পুলওয়ামায় দুটি পৃথক হামলায় জম্মু ও কাশ্মীরের বাইরে থেকে আসা চার শ্রমিক আহত হয়েছেন। সোপিয়ানে সন্ত্রাসীদের চলা গুলিতে আহত হন এক কাশ্মীরি পণ্ডিত দোকানদার।উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার ভিরান গ্রামে একটি “হুমকি” চিঠি দিয়ে কুলগামে এক বেসামরিক ব্যক্তির উপর হামলা হয়েছিল।অসর্মথিত সূত্রের খবর, ‘লস্কর-ই-ইসলামি’ নামে একটি অজানা গ্রুপ কাশ্মীরি পণ্ডিতরা যে গ্রামে বাস করে সেখানে হুমকি চিঠি দেয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই ঘটনায় রিপোর্ট দায়ের হয়েছে। চিঠির সত্যতা যাচাই করা হচ্ছে। তবে চিঠির নীচে কোনও স্বাক্ষর ছিল না। নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: করাচি সদর পুলিশের কার্যালয়ে সন্ত্রাসী হানা, নিহত কমপক্ষে সাত, নিকেশ তিন হামলাকারী

 

আরও পড়ুন: ফের জঙ্গি হামলায় রক্ত ঝড়ল জম্মু-কাশ্মীরের সোপিয়ানে, নিহত দুজন ইউপির বাসিন্দা, ধৃত ২

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুলগামে সন্ত্রাসী হামলায় নিহত বেসামরিক নাগরিক  

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের উত্তপ্ত উপত্যকা। জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাসী হামলায় গুলিতে নিহত হলেন এক বেসামরিক নাগরিক। বুধবারের সন্ধ্যার এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে উপত্যকায়। সতীশ কুমার সিং নামে একজন রাজপুতকে বুধবার সন্ধ্যার দিকে দক্ষিণ কাশ্মীর জেলার কাকরান এলাকায় সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এই হামলায় বেসামরিক নাগরিকের মৃত্যর কথা নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তা।  ঘটনার সময় হঠাৎ করে গুলির শব্দ পেয়ে ছুটে যায় পুলিশ। সেখানে গিয়ে বাড়ির বাইরে সতীশ কুমার সিং-এর রক্তাক্ত দেহ উদ্ধার করেন তারা। মৃত সতীশ কুমার সিং-(৫৫) মাথায় একটি ও বুকে দুটি গুলি লেগেছে। রক্তাক্ত অবস্থায় তাকে শ্রীনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ একটি ট্যুইট করে জানিয়েছে, কুলগামের বাসিন্দা বেসামরিক নাগরিক সতীশ কুমার সিংয়ের মৃত্যু হয়েছে। জঙ্গিদের শীঘ্রই গ্রেফতার করা হবে। জড়িত সন্ত্রাসীদের ট্র্যাক করার খোঁজ চলছে।  প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই সন্ত্রাসী হামলার পিছনে লস্কর-ই-তৈবার হাত আছে।কুলগাম ও সোপিয়ান জেলার খুব ছোট্ট জায়গাজুড়ে রাজপুতদের বসবাস। এরা পরিযায়ী নয়। প্রধানত আপেলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করে থাকে।  উল্লেখ্য, গত ১০ দিনে সন্ত্রাসবাদীরা দক্ষিণ কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপরে সন্ত্রাস বাড়িয়েছে বলে খবর।

আরও পড়ুন: ফের বড়সড় জঙ্গি হামলা পাকিস্তানে, ৯০ জনকে হত্যার দাবি বিএলএ-এর

গত সপ্তাহে পুলওয়ামায় দুটি পৃথক হামলায় জম্মু ও কাশ্মীরের বাইরে থেকে আসা চার শ্রমিক আহত হয়েছেন। সোপিয়ানে সন্ত্রাসীদের চলা গুলিতে আহত হন এক কাশ্মীরি পণ্ডিত দোকানদার।উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার ভিরান গ্রামে একটি “হুমকি” চিঠি দিয়ে কুলগামে এক বেসামরিক ব্যক্তির উপর হামলা হয়েছিল।অসর্মথিত সূত্রের খবর, ‘লস্কর-ই-ইসলামি’ নামে একটি অজানা গ্রুপ কাশ্মীরি পণ্ডিতরা যে গ্রামে বাস করে সেখানে হুমকি চিঠি দেয় বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই ঘটনায় রিপোর্ট দায়ের হয়েছে। চিঠির সত্যতা যাচাই করা হচ্ছে। তবে চিঠির নীচে কোনও স্বাক্ষর ছিল না। নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: করাচি সদর পুলিশের কার্যালয়ে সন্ত্রাসী হানা, নিহত কমপক্ষে সাত, নিকেশ তিন হামলাকারী

 

আরও পড়ুন: ফের জঙ্গি হামলায় রক্ত ঝড়ল জম্মু-কাশ্মীরের সোপিয়ানে, নিহত দুজন ইউপির বাসিন্দা, ধৃত ২