মুর্শিদাবাদে সমবায় নির্বাচন ঘিরে ধুন্ধুমার, দফায় দফায় সংঘর্ষ-হাতাহাতি

- আপডেট : ২৫ মে ২০২৫, রবিবার
- / 348
পুবের কলম প্রতিবেদক, বহরমপুর: সমবায় নির্বাচন ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল মুর্শিদাবাদের দৌলতাবাদ। রবিবার নির্বাচন ঘিরে দফায় দফায় সংঘর্ষ হয়। হাতাহাতি হয় দু’পক্ষের সঙ্গে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। এলাকায় নামানো হয় র্যাফ। অভিযোগ, বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ বাঁধে। পুলিশের গায়েও হাত তোলার অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, পাঁচ বছর ধরে সমবায় নির্বাচন হয়নি। কলকাতা হাইকোর্টের নির্দেশে রবিবার মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার মহারাজপুর এসকেইউএস লিমিটেডে ভোট প্রক্রিয়া চলছে। ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরই তৃণমূল ও সিপিএম-কংগ্রেসের মধ্যে উত্তেজনা শুরু হয়। শুরু হয় দু’পক্ষের হাতাহাতি। বিরোধীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল। যদিও সেই অভিযোগ মানতে চাননি বিরোধীরা।
প্রসঙ্গত, এতদিন এই এসকেইউএস লিমিটেড সিপিএম-কংগ্রেস জোটের দখলে ছিল। এবার এই নির্বাচনে কংগ্রেস ও তৃণমূলের তরফে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।