২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধ রুশ আকাশ, ৩৬ দেশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১ মার্চ ২০২২, মঙ্গলবার
  • / 22

Representative image

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ব্রিটেন– জার্মানি– কানাডাসহ ৩৬টি দেশের বিমানের জন্য রুশ আকাশসীমা বন্ধ হল। আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জন্য আকাশ ছোট করে আনার পাল্টায় একই পদক্ষেপ নিয়েছে মস্কো। সোমবার থেকে কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা।  গত বৃহস্পতিবার রাশিয়া  ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে পশ্চিমা দেশগুলো। এর অংশ হিসেবে ইউরোপের দেশগুলো তাদের আকাশে রাশিয়ার বাণিজ্যিক ফ্লাইট চলাচল নিষিদ্ধ করেছে। এবার পাল্টা পদক্ষেপ হিসেবে একই পথে হাঁটল রাশিয়া। তবে এই নিষেধাজ্ঞার মধ্যেই প্রথণ দফায় শান্তি বৈঠক হয়েছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদলের মধ্যে।  বেলারুশের গোমেল অঞ্চলে ওই বৈঠক  হয়। তবে কোনও সমাধান না আসায় দ্বিতীয়  দফা বৈঠকে সম্মত হয়েছে দুই দেশ। এর আগে ব্রিটেনও রাশিয়ার বিমান সংস্থা অ্যারোফ্লটের ফ্লাইট নিষিদ্ধ করে। পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া ব্রিটিশ এয়ারলাইনসের ফ্লাইটও নিষিদ্ধ করে। এদিকে নিষেধাজ্ঞা থাকার পরও রাশিয়ার একটি বাণিজ্যিক বিমান কানাডার আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার কানাডার পরিবহনমন্ত্রক মজানায়– রাশিয়ার অ্যারোফ্লট ফ্লাইট ১১১এর  আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। তবে রুশ বিমানের ওপর ইইউর নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবেই ৩৬টি দেশের জন্য নিজেদের আকাশ পথ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। ব্রিটেন– জার্মানি ছাড়াও এই দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স– অস্ট্রিয়া– বেলজিয়াম– হাঙ্গেরি– স্পেন– ইতালি– কানাডা– নেদারল্যান্ডস– লিথুনিয়া– পোল্যান্ড– নরওয়ে– রোমানিয়া– পর্তুগাল– স্লোভেনিয়া– ক্রোয়েশিয়া– চেক রিপাবলিক–   সুইডেন– এস্তোনিয়া– ডেনমার্কসহ আরও কিছু দেশ।

আরও পড়ুন: চিনে ধেয়ে আসছে টাইফুন ‘চ্যানথু’ বন্ধ করে দেওয়া হল রেল, মেট্রো, বিমান চলাচল

 

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্ধ রুশ আকাশ, ৩৬ দেশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা

আপডেট : ১ মার্চ ২০২২, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ব্রিটেন– জার্মানি– কানাডাসহ ৩৬টি দেশের বিমানের জন্য রুশ আকাশসীমা বন্ধ হল। আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়ার অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জন্য আকাশ ছোট করে আনার পাল্টায় একই পদক্ষেপ নিয়েছে মস্কো। সোমবার থেকে কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা।  গত বৃহস্পতিবার রাশিয়া  ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে পশ্চিমা দেশগুলো। এর অংশ হিসেবে ইউরোপের দেশগুলো তাদের আকাশে রাশিয়ার বাণিজ্যিক ফ্লাইট চলাচল নিষিদ্ধ করেছে। এবার পাল্টা পদক্ষেপ হিসেবে একই পথে হাঁটল রাশিয়া। তবে এই নিষেধাজ্ঞার মধ্যেই প্রথণ দফায় শান্তি বৈঠক হয়েছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদলের মধ্যে।  বেলারুশের গোমেল অঞ্চলে ওই বৈঠক  হয়। তবে কোনও সমাধান না আসায় দ্বিতীয়  দফা বৈঠকে সম্মত হয়েছে দুই দেশ। এর আগে ব্রিটেনও রাশিয়ার বিমান সংস্থা অ্যারোফ্লটের ফ্লাইট নিষিদ্ধ করে। পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া ব্রিটিশ এয়ারলাইনসের ফ্লাইটও নিষিদ্ধ করে। এদিকে নিষেধাজ্ঞা থাকার পরও রাশিয়ার একটি বাণিজ্যিক বিমান কানাডার আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার কানাডার পরিবহনমন্ত্রক মজানায়– রাশিয়ার অ্যারোফ্লট ফ্লাইট ১১১এর  আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। তবে রুশ বিমানের ওপর ইইউর নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবেই ৩৬টি দেশের জন্য নিজেদের আকাশ পথ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে রাশিয়া। ব্রিটেন– জার্মানি ছাড়াও এই দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স– অস্ট্রিয়া– বেলজিয়াম– হাঙ্গেরি– স্পেন– ইতালি– কানাডা– নেদারল্যান্ডস– লিথুনিয়া– পোল্যান্ড– নরওয়ে– রোমানিয়া– পর্তুগাল– স্লোভেনিয়া– ক্রোয়েশিয়া– চেক রিপাবলিক–   সুইডেন– এস্তোনিয়া– ডেনমার্কসহ আরও কিছু দেশ।

আরও পড়ুন: চিনে ধেয়ে আসছে টাইফুন ‘চ্যানথু’ বন্ধ করে দেওয়া হল রেল, মেট্রো, বিমান চলাচল