২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গোবরের তৈরি ব্রিফকেস নিয়ে বাজেট অধিবেশনে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাগেল

মাসুদ আলি
  • আপডেট : ৯ মার্চ ২০২২, বুধবার
  • / 45

পুবের কলম ওয়েবডেস্ক : ঘুঁটে শুকিয়ে তা দিয়ে তৈরী হয়েছে ব্রিফকেস। সেই ব্রিফকেস হাতে এবার ছত্তিসগড় বিধানসভায় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ২০২২ -২৩ আর্থিক বছরের জন্য রাজ্যের বাজেটের নথিপত্র এই গোবরের বিরফকেসে নিয়ে যান তিনি।রায়পুরের একটি গোশালায় এই ব্রিফকেসটি তৈরি হয়। সময় লাগে ১০ দিন। ঘুঁটের গুঁড়ো , আঠা, ময়দা, অন্যান্য উপাদান দিয়ে এটি তৈরি হয়েছে। ব্যবহার করা হয়েছে কাঠের হাতল। ব্রিফকেসটিতে সংস্কৃতে “গোমায়ে ভাসাতে লক্ষ্মী” খোদাই করা ছিল, যার অনুবাদ “ধনের দেবী লক্ষ্মী গোবরে বাস করেন”।

সোমবার ছত্তিশগড় বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার হয় বাজেট পেশ।ছত্তিশগড় সরকার গত মাসে গবাদি পশুপালনকারী গ্রামবাসী, গোশালা এবং গোশালা কমিটির সাথে যুক্ত মহিলা গোষ্ঠীগুলির জন্য ১০.২৪ কোটি বরাদ্দ করেছে। এই প্রকল্পের লক্ষ্য গোপালকদের আয় বাড়াতে উদ্যোগ নিয়েছে ছত্তিসগড় সরকার।ছত্তিশগড় ২০২০ সালেও ঘোষণা করেছিল যে সরকার কৃষকদের কাছ থেকে গোবর সংগ্রহ করবে।

আরও পড়ুন: আদানিদের বিদ্যুৎ কেন্দ্রের কয়লার জন্য ছত্তিশগড়ে ৫০০০ গাছ কেটে জঙ্গল সাফ

অবলা গরুকে রাজনীতিতে টেনে আনা হয়েছে বহুকাল আগে।কংগ্রেসের জমানাতেও দেশের বহু রাজ্যে গরু জবাই নিষিদ্ধ ছিল। কিন্তু কংগ্রেস তা নিয়ে আলাদা করে প্রচার রাজনীতি চায়নি। ফলে তারা নিষেধাজ্ঞা আরোপ করলেও তা নিয়ে হৈচৈ করেনি। বিজেপি সেটাই করে দেখায়। তারা গরুকে নিয়ে সুর করে দেয় নয়া রাজনীতি। গুরুকে সামনে রেখে শুরু হিংসার রাজনীতির সূত্রপাত হয়।সংখ্যালঘুদের মনে ভয় ধরাতে বিজেপির দুষ্কৃতীরা গুরু আবেগকে কাজে লাগায় ।

গরুর প্রতি আলাদা করে গোবলয়ের বহু কংগ্রেস নেতা ও কর্মীদের মনে আবেগ রয়েছে। কিন্তু তাদের ইস্যু হাইজ্যাক করে নেয় বিজেপি।বেশ কিছু দিন ধরেই কংগ্রেস নেতা তথা ছত্তিসগড়ের মন্ত্রী ভূপেশ বাগেল বোঝাতে চাইছেন তাঁর সরকার গরুর প্রতি দুর্বল।গরুকে সামনে রেখে হিন্দুমনে আবেগ সঞ্চারিত করতে চাইছেন বাগেল। সে কারণেই বিজেপি নেতাদের টেক্কা দিতে আপ্রাণ চেষ্টা করছেন। আর তাই গোবরের ব্রিফকেস নিয়ে সটান বিধানসভায় হাজির হলেন তিনি।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গোবরের তৈরি ব্রিফকেস নিয়ে বাজেট অধিবেশনে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাগেল

আপডেট : ৯ মার্চ ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : ঘুঁটে শুকিয়ে তা দিয়ে তৈরী হয়েছে ব্রিফকেস। সেই ব্রিফকেস হাতে এবার ছত্তিসগড় বিধানসভায় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ২০২২ -২৩ আর্থিক বছরের জন্য রাজ্যের বাজেটের নথিপত্র এই গোবরের বিরফকেসে নিয়ে যান তিনি।রায়পুরের একটি গোশালায় এই ব্রিফকেসটি তৈরি হয়। সময় লাগে ১০ দিন। ঘুঁটের গুঁড়ো , আঠা, ময়দা, অন্যান্য উপাদান দিয়ে এটি তৈরি হয়েছে। ব্যবহার করা হয়েছে কাঠের হাতল। ব্রিফকেসটিতে সংস্কৃতে “গোমায়ে ভাসাতে লক্ষ্মী” খোদাই করা ছিল, যার অনুবাদ “ধনের দেবী লক্ষ্মী গোবরে বাস করেন”।

সোমবার ছত্তিশগড় বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার হয় বাজেট পেশ।ছত্তিশগড় সরকার গত মাসে গবাদি পশুপালনকারী গ্রামবাসী, গোশালা এবং গোশালা কমিটির সাথে যুক্ত মহিলা গোষ্ঠীগুলির জন্য ১০.২৪ কোটি বরাদ্দ করেছে। এই প্রকল্পের লক্ষ্য গোপালকদের আয় বাড়াতে উদ্যোগ নিয়েছে ছত্তিসগড় সরকার।ছত্তিশগড় ২০২০ সালেও ঘোষণা করেছিল যে সরকার কৃষকদের কাছ থেকে গোবর সংগ্রহ করবে।

আরও পড়ুন: আদানিদের বিদ্যুৎ কেন্দ্রের কয়লার জন্য ছত্তিশগড়ে ৫০০০ গাছ কেটে জঙ্গল সাফ

অবলা গরুকে রাজনীতিতে টেনে আনা হয়েছে বহুকাল আগে।কংগ্রেসের জমানাতেও দেশের বহু রাজ্যে গরু জবাই নিষিদ্ধ ছিল। কিন্তু কংগ্রেস তা নিয়ে আলাদা করে প্রচার রাজনীতি চায়নি। ফলে তারা নিষেধাজ্ঞা আরোপ করলেও তা নিয়ে হৈচৈ করেনি। বিজেপি সেটাই করে দেখায়। তারা গরুকে নিয়ে সুর করে দেয় নয়া রাজনীতি। গুরুকে সামনে রেখে শুরু হিংসার রাজনীতির সূত্রপাত হয়।সংখ্যালঘুদের মনে ভয় ধরাতে বিজেপির দুষ্কৃতীরা গুরু আবেগকে কাজে লাগায় ।

গরুর প্রতি আলাদা করে গোবলয়ের বহু কংগ্রেস নেতা ও কর্মীদের মনে আবেগ রয়েছে। কিন্তু তাদের ইস্যু হাইজ্যাক করে নেয় বিজেপি।বেশ কিছু দিন ধরেই কংগ্রেস নেতা তথা ছত্তিসগড়ের মন্ত্রী ভূপেশ বাগেল বোঝাতে চাইছেন তাঁর সরকার গরুর প্রতি দুর্বল।গরুকে সামনে রেখে হিন্দুমনে আবেগ সঞ্চারিত করতে চাইছেন বাগেল। সে কারণেই বিজেপি নেতাদের টেক্কা দিতে আপ্রাণ চেষ্টা করছেন। আর তাই গোবরের ব্রিফকেস নিয়ে সটান বিধানসভায় হাজির হলেন তিনি।