০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জেলায় জেলায় পুজোর কার্নিভালের জৌলুস দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার
  • / 380

পুবের কলম ওয়েবডেস্ক: দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা শেষ হলেও উৎসবের আবহ এখনও ভাসছে রাজ্যজুড়ে। দেবী দুর্গার বিদায়ের মুহূর্তকে আরও রঙিন ও আনন্দময় করে তুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছরই অনুষ্ঠিত হয় জেলার বিসর্জন কার্নিভাল। দশমীর পর একদিন জেলায় জেলায় এবং পরের দিন কলকাতায় হয় এই উৎসবমুখর শোভাযাত্রা।

শনিবার, ৪ অক্টোবর রাজ্যের নানা প্রান্তে অনুষ্ঠিত হয় এই বছরের কার্নিভাল। নানা জেলার প্রধান শহরগুলিতে সেরা প্রতিমাগুলি সুসজ্জিত ট্রাক বা ট্যাবলোয় করে অংশ নেয় বিশেষ শোভাযাত্রায়। নাচ, গান, ঢাকের তালে মুখরিত হয় বিসর্জনের পথ।

আরও পড়ুন: উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি-ধস, পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী

এই জাঁকজমকপূর্ণ আয়োজন দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শনিবার সন্ধ্যায় নিজের এক্স (X) হ্যান্ডলে জেলার কার্নিভালের কয়েকটি মনোমুগ্ধকর ছবি শেয়ার করে লিখেছেন, “আজ দেবী দুর্গার বিসর্জন উপলক্ষে আমাদের সরকারের উদ্যোগে জেলায় জেলায় কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। এই শোভাযাত্রা উৎসবের শেষ মুহূর্তকে আরও আবেগঘন ও জাঁকজমকপূর্ণ করে তুলেছে।”

আরও পড়ুন: কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠছে কলকাতা

 

আরও পড়ুন: টাকা পেয়েও যাঁরা কাজ শুরু করেনি ‘বাংলার বাড়ি’ প্রকল্প নিয়ে কড়া পঞ্চায়েত দফতর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেলায় জেলায় পুজোর কার্নিভালের জৌলুস দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা শেষ হলেও উৎসবের আবহ এখনও ভাসছে রাজ্যজুড়ে। দেবী দুর্গার বিদায়ের মুহূর্তকে আরও রঙিন ও আনন্দময় করে তুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছরই অনুষ্ঠিত হয় জেলার বিসর্জন কার্নিভাল। দশমীর পর একদিন জেলায় জেলায় এবং পরের দিন কলকাতায় হয় এই উৎসবমুখর শোভাযাত্রা।

শনিবার, ৪ অক্টোবর রাজ্যের নানা প্রান্তে অনুষ্ঠিত হয় এই বছরের কার্নিভাল। নানা জেলার প্রধান শহরগুলিতে সেরা প্রতিমাগুলি সুসজ্জিত ট্রাক বা ট্যাবলোয় করে অংশ নেয় বিশেষ শোভাযাত্রায়। নাচ, গান, ঢাকের তালে মুখরিত হয় বিসর্জনের পথ।

আরও পড়ুন: উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টি-ধস, পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী

এই জাঁকজমকপূর্ণ আয়োজন দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শনিবার সন্ধ্যায় নিজের এক্স (X) হ্যান্ডলে জেলার কার্নিভালের কয়েকটি মনোমুগ্ধকর ছবি শেয়ার করে লিখেছেন, “আজ দেবী দুর্গার বিসর্জন উপলক্ষে আমাদের সরকারের উদ্যোগে জেলায় জেলায় কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। এই শোভাযাত্রা উৎসবের শেষ মুহূর্তকে আরও আবেগঘন ও জাঁকজমকপূর্ণ করে তুলেছে।”

আরও পড়ুন: কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠছে কলকাতা

 

আরও পড়ুন: টাকা পেয়েও যাঁরা কাজ শুরু করেনি ‘বাংলার বাড়ি’ প্রকল্প নিয়ে কড়া পঞ্চায়েত দফতর