মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সন্দেশখালির আদিবাসী উন্নয়ন পর্ষদকে

- আপডেট : ২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 208
ইনামুল হক, বসিরহাট : সুন্দরবনের (Sundarbans) সন্দেশখালির (Sandeshkhali) আদিবাসী সম্প্রদায়কে বিশেষভাবে সম্মানিত করতে আদিবাসী উন্নয়ন পর্ষদকে শুভেচ্ছা পত্র পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের ঘরে বৃহস্পতিবার সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোর হাতে এই শুভেচ্ছা বার্তা তুলে দিলেন সন্দেশখালি ২ ব্লকের বিডিও অরুণ কুমার সামন্ত।
সঙ্গে ছিলেন সন্দেশখালি ২ পঞ্চায়েত সমিতির কৃষি, সমবায়, সেচ দপ্তরের কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক। বিধায়ক সুকুমার মাহাতো শুভেচ্ছা পত্র গ্রহণ করে বলেন, আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। আদিবাসী করমদিবস, বিরসা মুন্ডার জন্ম দিবস, হুল দিবস সহ আদিবাসীদের বিভিন্ন অনুষ্ঠান পালন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আমরা তাঁকে অনুসরণ করে এখানকার আদিবাসী ভাই, মা বোনদের নিয়ে একসাথে সব পার্বনে মেতে উঠি। সরকারি সবরকম সহযোগিতা পাই। তাই তার এই শুভেচ্ছা বার্তা আদিবাসী সম্প্রদায়ের সম্মানের বিষয়। মুখ্যমন্ত্রী শুভেচ্ছার বার্তার পাশাপাশি ফুল ও মিষ্টি, মাটির হাঁড়িতে কাচা গোল্লা সন্দেশ পাঠিয়েছেন। সুন্দরবনের মানুষ হিসেবে আমরা গর্বিত। বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।