কমনওয়েলথে ভাইস ক্যাপ্টেন স্মৃতি, দলে নেই রিচা
- আপডেট : ১২ জুলাই ২০২২, মঙ্গলবার
- / 61
পুবের কলম প্রতিবেদক: ১৯৯৮ সালে শেষবার মালয়েশিয়ায় আয়োজিত কমনওয়লেথ গেমসে ছিল ক্রিকেট। তারপর ক্রিকেট তুলে দেওয়া হয়েছিল কমনওয়েলথ গেমস থেকে। ২৪ বছর পর ফের একবার কমনওয়েলথ গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে থাকছে মহিলা ক্রিকেট। আর তার জন্য ঘোষণা করা হল ভারতীয় মহিলা ক্রিকেট দল। হরমনপ্রীত কাউরের নেতৃত্বে ভারতের এই মহিলা দলের ভাইস ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন ওপেনার ব্যাটার স্মৃতি মান্ধানা। খেলা হবে টি-২০ ফরম্যাটে। দলে প্রত্যাবর্তন ঘটছে স্নেহ রানার। উইকেট কিপার ব্যাটার হিসেবে দলে ফিরে এসেছেন তানিয়া ভাটিয়া। যে দল নির্বাচন করা হয়েছে তাতে নেই বাংলা ও ভারতের অন্যতম সেরা মহিলা উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ। তাঁকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে দলে। দলের অভিজ্ঞ স্পিনার পুনম যাদবও রয়েছেন রিজার্ভে।
কমনওয়েলথের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল :
হরমনপ্রীত কাউর (ক্যাপ্টেন), স্মৃতি মান্ধানা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, হিনেনি মেঘানা, তানিয়া ভাটিয়া (উইকেট কিপার), ইয়াস্তিকা ভাটিয়া, দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কোয়াড, মেঘনা সিং, পূজা বস্ত্রকার, জেমাইমা রডরিগেজ, রেনুকা ঠাকুর, রাধা যাদব, হরলীন দেওল, স্নেহ রানা।






























