০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনের সিটে বসা নিয়ে বচসা, আহত পুলিশকর্মী, গ্রেফতার এক

ইমামা খাতুন
  • আপডেট : ৭ অক্টোবর ২০২২, শুক্রবার
  • / 69

পুবের কলম ওয়েব ডেস্ক: ট্রেনের সিটে বসা নিয়ে শুরু বচসা। যা শেষপর্যন্ত গড়ায় চুলোচুলিতে। তারপর চুল টেনে রীতিমতো মারপিট করল দুই পক্ষ। তা থামাতে গিয়েই বিপত্তি মহিলা পুলিশের। শেষপর্যন্ত কপাল থেকে রক্ত ঝরল তাঁর! যে ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এক মহিলার কীর্তি দেখে নিন্দায় মুখর সকলেই।

গত বুধবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট নাগাদ মেয়ে অঞ্জু (২৭) এবং নাতনির (১০) সঙ্গে থানে থেকে লোকাল ট্রেনে ওঠেন তালোজার বাসিন্দা গুলনাথ জুবারে খান (৫০)। কোপারখাইরানে স্টেশন থেকে ওই ট্রেনেই ওঠেন স্নেহা দেবড়ে (৩০)। তারপর একটি আসন খালি হলে সেখানে বসে পড়েন ওই মহিলা।

আরও পড়ুন: ঝাড়গ্রামে চাঞ্চল্য, বাবা-মাকে খুনের পর আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর

পুলিশ সূত্রে জানানো হয়েছে, গুরুতর ভাবে আহত হয়েছেন অন্তত তিনজন মহিলা। তার মধ্যে রয়েছেন মহিলা পুলিশকর্মীও। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় বসে রয়েছেন দুই মহিলা যাত্রী।

আরও পড়ুন: আখনুরে আইইডি বিস্ফোরণে মৃত ২ জওয়ান

সেই পরিস্থিতিতে সিউড স্টেশনে সবাইকে নামান ওই মহিলা কনস্টেবল। নিয়ে যান ভাসি পুরসভার হাসপাতালে। সেখানে ওই মহিলা কনস্টেবলকে ভরতি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বাকিদের। তারইমধ্যে গুলনাথ এবং অঞ্জুর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অঞ্জুকে।

আরও পড়ুন: অসমে উচ্ছেদ করতে গিয়ে চলল গুলি, মৃত ২, আহত বহু

সম্প্রতি দিল্লি মেট্রোতেও এমনই একটি ঘটনা সামনে এসেছিল৷ সেখানেও সিটে বসাকে কেন্দ্র করে দুই মহিলা যাত্রী হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন৷ আবার দিল্লি মেট্রোতেই এক যুগলকে মারামারিতে জড়িয়ে পড়তে দেখা যায়৷ সেই ভিডিওটিও ভাইরাল হয়েছিল৷ ভিডিও-তে দেখা গিয়েছিল, টি শার্টের দাম নিয়ে এক যুবক এবং তাঁর সঙ্গী যুবতী প্রথমে বচসায় জড়িয়ে পড়েন৷ পরে দু’ জনেই পরস্পরকে চড় মারতে শুরু করে৷

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ট্রেনের সিটে বসা নিয়ে বচসা, আহত পুলিশকর্মী, গ্রেফতার এক

আপডেট : ৭ অক্টোবর ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ট্রেনের সিটে বসা নিয়ে শুরু বচসা। যা শেষপর্যন্ত গড়ায় চুলোচুলিতে। তারপর চুল টেনে রীতিমতো মারপিট করল দুই পক্ষ। তা থামাতে গিয়েই বিপত্তি মহিলা পুলিশের। শেষপর্যন্ত কপাল থেকে রক্ত ঝরল তাঁর! যে ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এক মহিলার কীর্তি দেখে নিন্দায় মুখর সকলেই।

গত বুধবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট নাগাদ মেয়ে অঞ্জু (২৭) এবং নাতনির (১০) সঙ্গে থানে থেকে লোকাল ট্রেনে ওঠেন তালোজার বাসিন্দা গুলনাথ জুবারে খান (৫০)। কোপারখাইরানে স্টেশন থেকে ওই ট্রেনেই ওঠেন স্নেহা দেবড়ে (৩০)। তারপর একটি আসন খালি হলে সেখানে বসে পড়েন ওই মহিলা।

আরও পড়ুন: ঝাড়গ্রামে চাঞ্চল্য, বাবা-মাকে খুনের পর আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর

পুলিশ সূত্রে জানানো হয়েছে, গুরুতর ভাবে আহত হয়েছেন অন্তত তিনজন মহিলা। তার মধ্যে রয়েছেন মহিলা পুলিশকর্মীও। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় বসে রয়েছেন দুই মহিলা যাত্রী।

আরও পড়ুন: আখনুরে আইইডি বিস্ফোরণে মৃত ২ জওয়ান

সেই পরিস্থিতিতে সিউড স্টেশনে সবাইকে নামান ওই মহিলা কনস্টেবল। নিয়ে যান ভাসি পুরসভার হাসপাতালে। সেখানে ওই মহিলা কনস্টেবলকে ভরতি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বাকিদের। তারইমধ্যে গুলনাথ এবং অঞ্জুর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অঞ্জুকে।

আরও পড়ুন: অসমে উচ্ছেদ করতে গিয়ে চলল গুলি, মৃত ২, আহত বহু

সম্প্রতি দিল্লি মেট্রোতেও এমনই একটি ঘটনা সামনে এসেছিল৷ সেখানেও সিটে বসাকে কেন্দ্র করে দুই মহিলা যাত্রী হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন৷ আবার দিল্লি মেট্রোতেই এক যুগলকে মারামারিতে জড়িয়ে পড়তে দেখা যায়৷ সেই ভিডিওটিও ভাইরাল হয়েছিল৷ ভিডিও-তে দেখা গিয়েছিল, টি শার্টের দাম নিয়ে এক যুবক এবং তাঁর সঙ্গী যুবতী প্রথমে বচসায় জড়িয়ে পড়েন৷ পরে দু’ জনেই পরস্পরকে চড় মারতে শুরু করে৷