১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাদুড়িয়ার মেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, আসরে খোদ  মন্ত্রী

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: একই দিনে, একই মাঠে, একই দলের দুই মেলা। আর এই মেলাকে ঘিরে তৃণমূল কংগ্রসের  গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়া দিলীপ হাই স্কুল মাঠে বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজী আব্দুল রহিম দিলুর উদ্যোগে সম্প্রীতির ভারতমেলা চলবে ২১ ডিসেম্বর থেকে ৩১  ডিসেম্বর পর্যন্ত। আবার একই দিনে তৃণমূলের অপর গোষ্ঠীঠী ডিসেম্বরের  ২১ তারিখ থেকে ডিসেম্বর মাসের ৩১ পর্যন্ত সম্প্রীতির মেলাার আয়়োজন করেছে।

আর এখানেই তৈরি হয়েছে তৃণমূলের  কোন্দল। দুই পক্ষের মেলার পোস্টার পড়েছে বাদুড়িয়া শহর ও শহরতলিতে। দিলীপ কুমার মেমোরিয়াল হাই স্কুল মাঠে ইতিমধ্যে দুই দলের পক্ষ থেকে জায়গা নির্ধারণ করা হয়ে গেছে। যে যার মত জায়গার অবস্থান নিয়েছে। আর মেলা করার জন্য বাদুড়িয়া থানার পুলিশ আধিকারিক এর কাছে লিখিত আবেদন জানিয়েছে দু’পক্ষ।

আরও পড়ুন: কেউ অসুস্থ হয়ে মারা গেলেও এসআইআর বোর্ড নিয়ে হাজির হচ্ছে তৃণমূল: বিএলওদের মৃত্যু নিয়ে বিজেপি নেতা

 

আরও পড়ুন: ‘SIR ভয় দেখানোর অস্ত্র’, পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘৃণার রাজনীতির ফল বলছে তৃণমূল

আর এখানেই প্রশ্ন উঠেছে। এবার মেলা নিয়ে কি তৃণমূলের বিভাজন তাাহলে কি  প্রকাশ্যে। বিধায়ক কাজী আব্দুর দিলু জানাচ্ছেন, যে গত ১৭ বছর ধরে আমি এই মাঠে মেলা করে আসছি। অপরদিকে  বাদুড়িয়া তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের  নেতা শাহনাওয়াজ হোসেন বলেন, আমরা এখানকার প্রয়াত চেয়ারম্যান তুষার সিংহ স্মরণে গত তিন বছর ধরে সম্প্রীতির মেলা করে আসছি।

আরও পড়ুন: দুর্নীতি ঠেকাতে আলবেনিয়ায় এআই মন্ত্রী নিয়োগ

 

এখানে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই। একই দিনে একই মেলা হয়। কিন্তু এখন বিপাকে পড়েছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, সঠিক কাগজপত্র যাদের থাকবে তারাই মেলার উদ্যোক্তা। এই গন্ডগোল মেটাতে আসরে নেমেছেন খোদ বনমন্ত্রী ও তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা  অবজার্ভার  জ্যোতিপ্রিয় মল্লিক।

 

তিনি বলেন, মেলা একটাই হবে। দুই পক্ষকে সামনে রেখে হাতে হাত মিলিয়ে সেই মেলা শুরু হবে নির্ধারিত দিনে।এখানে তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কিন্তু সম্প্রীতির ভারতবেলায় প্রধান পৃষ্ঠপোষক বাদুড়িয়া তৃণমূলের বিধায়ক আব্দুর রহিমদিলু। অপর গোষ্ঠী বাদুরিয়ার তৃণমূল নেতা ও জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম লিটন সম্প্রীতি মেলার ব্যানারে প্রধান পৃষ্ঠপোষক।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ইরান ছাড়ার জরুরি সতর্কতা যুক্তরাষ্ট্রের, নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাদুড়িয়ার মেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, আসরে খোদ  মন্ত্রী

আপডেট : ১৬ নভেম্বর ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: একই দিনে, একই মাঠে, একই দলের দুই মেলা। আর এই মেলাকে ঘিরে তৃণমূল কংগ্রসের  গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়া দিলীপ হাই স্কুল মাঠে বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক কাজী আব্দুল রহিম দিলুর উদ্যোগে সম্প্রীতির ভারতমেলা চলবে ২১ ডিসেম্বর থেকে ৩১  ডিসেম্বর পর্যন্ত। আবার একই দিনে তৃণমূলের অপর গোষ্ঠীঠী ডিসেম্বরের  ২১ তারিখ থেকে ডিসেম্বর মাসের ৩১ পর্যন্ত সম্প্রীতির মেলাার আয়়োজন করেছে।

আর এখানেই তৈরি হয়েছে তৃণমূলের  কোন্দল। দুই পক্ষের মেলার পোস্টার পড়েছে বাদুড়িয়া শহর ও শহরতলিতে। দিলীপ কুমার মেমোরিয়াল হাই স্কুল মাঠে ইতিমধ্যে দুই দলের পক্ষ থেকে জায়গা নির্ধারণ করা হয়ে গেছে। যে যার মত জায়গার অবস্থান নিয়েছে। আর মেলা করার জন্য বাদুড়িয়া থানার পুলিশ আধিকারিক এর কাছে লিখিত আবেদন জানিয়েছে দু’পক্ষ।

আরও পড়ুন: কেউ অসুস্থ হয়ে মারা গেলেও এসআইআর বোর্ড নিয়ে হাজির হচ্ছে তৃণমূল: বিএলওদের মৃত্যু নিয়ে বিজেপি নেতা

 

আরও পড়ুন: ‘SIR ভয় দেখানোর অস্ত্র’, পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘৃণার রাজনীতির ফল বলছে তৃণমূল

আর এখানেই প্রশ্ন উঠেছে। এবার মেলা নিয়ে কি তৃণমূলের বিভাজন তাাহলে কি  প্রকাশ্যে। বিধায়ক কাজী আব্দুর দিলু জানাচ্ছেন, যে গত ১৭ বছর ধরে আমি এই মাঠে মেলা করে আসছি। অপরদিকে  বাদুড়িয়া তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের  নেতা শাহনাওয়াজ হোসেন বলেন, আমরা এখানকার প্রয়াত চেয়ারম্যান তুষার সিংহ স্মরণে গত তিন বছর ধরে সম্প্রীতির মেলা করে আসছি।

আরও পড়ুন: দুর্নীতি ঠেকাতে আলবেনিয়ায় এআই মন্ত্রী নিয়োগ

 

এখানে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই। একই দিনে একই মেলা হয়। কিন্তু এখন বিপাকে পড়েছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, সঠিক কাগজপত্র যাদের থাকবে তারাই মেলার উদ্যোক্তা। এই গন্ডগোল মেটাতে আসরে নেমেছেন খোদ বনমন্ত্রী ও তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা  অবজার্ভার  জ্যোতিপ্রিয় মল্লিক।

 

তিনি বলেন, মেলা একটাই হবে। দুই পক্ষকে সামনে রেখে হাতে হাত মিলিয়ে সেই মেলা শুরু হবে নির্ধারিত দিনে।এখানে তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কিন্তু সম্প্রীতির ভারতবেলায় প্রধান পৃষ্ঠপোষক বাদুড়িয়া তৃণমূলের বিধায়ক আব্দুর রহিমদিলু। অপর গোষ্ঠী বাদুরিয়ার তৃণমূল নেতা ও জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম লিটন সম্প্রীতি মেলার ব্যানারে প্রধান পৃষ্ঠপোষক।