০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সেনার সঙ্গে সংঘাত! ক্ষমতা হারাবেন ইমরান?জল্পনা চরমে

পুবের কলম
  • আপডেট : ১৬ নভেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 57

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122

পুবের কলম ওয়েবডেস্কঃ পাকিস্তানে কি সংকটের মুখে ইমরান খানের সরকার?আপাতত এই নিয়ে জোর জল্পনা পাক মুলুকে। সেনাবাহিনীর সঙ্গে নাকি ক্রমশই দূরত্ব বাড়ছে। আসলে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই- এর শীর্ষ পদাধিকারী কে হবে তাই  নিয়েই আপাতত সংঘাত  চরমে তেহেরিক- ই ইনসাফের সঙ্গে।

পাক সেনা  আইএসআই এর মাথায় চায় লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুমকে। তাঁর এই পদে ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার কথা আগামী ২০ নভেম্বর।কিন্তু ইমরান চান বর্তমান ডিরেক্টর ফয়েজ আহমেদকেই রেখে দেওয়ার পক্ষপাতি।

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

এই নিয়ে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে পাক সেনা প্রধানের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে উঠেছে যে জেনারেল কামার জাভেদ বাজওয়া ইমরানকে ক্ষমতাচ্যুত করতে চান এমনটাই দাবি করা হচ্ছে।

আরও পড়ুন: জামিন পেলেন ইমরান

সূত্রের খবর পরিস্থিতি যে জায়গায় গিয়েছে তাতে ইমরানকে একটি বিকল্প বেছে নিতে বলা হয়েছে। প্রথমত হয় তিনি নিজে থেকে ইস্তফা দিন নয়ত বিরোধীরা নিজেরাই পার্লামেন্টে বদল ঘটাবেন।

আরও পড়ুন: বুধবার কি জামিন পাবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?

ওয়াকিবহাল মহলের মতে পাক প্রধানমন্ত্রীর পায়ের তলা থেকে মূলত দুটি কারণে মাটি সরে গিয়েছে, প্রথমত ইমরানের আমলে দেশের বেহাল অর্থনীতি দ্বিতীয়টি হল তেহরিকই লাব্বাইক পাকিস্তান নামে কট্টরপন্থী গোষ্ঠির কাছে মাথা নত করা ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সেনার সঙ্গে সংঘাত! ক্ষমতা হারাবেন ইমরান?জল্পনা চরমে

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ পাকিস্তানে কি সংকটের মুখে ইমরান খানের সরকার?আপাতত এই নিয়ে জোর জল্পনা পাক মুলুকে। সেনাবাহিনীর সঙ্গে নাকি ক্রমশই দূরত্ব বাড়ছে। আসলে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই- এর শীর্ষ পদাধিকারী কে হবে তাই  নিয়েই আপাতত সংঘাত  চরমে তেহেরিক- ই ইনসাফের সঙ্গে।

পাক সেনা  আইএসআই এর মাথায় চায় লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুমকে। তাঁর এই পদে ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নেওয়ার কথা আগামী ২০ নভেম্বর।কিন্তু ইমরান চান বর্তমান ডিরেক্টর ফয়েজ আহমেদকেই রেখে দেওয়ার পক্ষপাতি।

আরও পড়ুন: Imran Khan: ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান

এই নিয়ে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে পাক সেনা প্রধানের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে উঠেছে যে জেনারেল কামার জাভেদ বাজওয়া ইমরানকে ক্ষমতাচ্যুত করতে চান এমনটাই দাবি করা হচ্ছে।

আরও পড়ুন: জামিন পেলেন ইমরান

সূত্রের খবর পরিস্থিতি যে জায়গায় গিয়েছে তাতে ইমরানকে একটি বিকল্প বেছে নিতে বলা হয়েছে। প্রথমত হয় তিনি নিজে থেকে ইস্তফা দিন নয়ত বিরোধীরা নিজেরাই পার্লামেন্টে বদল ঘটাবেন।

আরও পড়ুন: বুধবার কি জামিন পাবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?

ওয়াকিবহাল মহলের মতে পাক প্রধানমন্ত্রীর পায়ের তলা থেকে মূলত দুটি কারণে মাটি সরে গিয়েছে, প্রথমত ইমরানের আমলে দেশের বেহাল অর্থনীতি দ্বিতীয়টি হল তেহরিকই লাব্বাইক পাকিস্তান নামে কট্টরপন্থী গোষ্ঠির কাছে মাথা নত করা ।