ছাত্র পরিষদের সভায় সংগঠনকে মজবুত করার ডাক কংগ্রেসের

- আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 35
পুবের কলম প্রতিবেদক : সংগঠনকে আরও মজবুত করতে হবে। লড়াই করতে হবে দাবি আদায়ের জন্য। অন্যায়কে রুখে দিতে সত্যকে হাতিয়ার করতে হবে। বৃহস্পতিবার মহাজাতি সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভায় এভাবেই ছাত্রনেতাদের সামনে বক্তব্য রাখলেন নেতারা।
এ দিনের সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের ছাত্র শাখা ন্যাশনাল স্টুডেন্টস্ ইউনিয়ন অফ্ ইন্ডিয়ার কেন্দ্রীয় সভাপতি বরুণ চৌধুরী, রাজ্য সভাপতি প্রিয়াঙ্কা চৌধুরী, জেলা নেতা আসিফ সেখ প্রমুখ। অন্যদিকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, সাবেক সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য, সাবেক বিধায়ক অসিত মিত্র, নেত্রী মায়া ঘোষ, আশুতোষ প্রমুখ।
এ দিনের সভায় কংগ্রেস নেতারা বলেন, ছাত্রদের স্বার্থ বিঘ্নিত হয় এমন নীতির বিরুদ্ধে সবসময় লড়াই করতে হবে। অধিকার আদায়ের জন্য লড়াই করা ও ভবিষ্যতের জন্য নিজেদের তৈরির জন্য প্রস্তুত থাকার বার্তা দেন নেতারা।
প্রদীপ ভট্টাচার্য, শুভঙ্কর সরকাররা নিজেদের ছাত্র জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন। কিভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে তারও দিশা দেওয়ার চেষ্টা করেন।আগামীতে সংগঠণকে মজবুত করার আহ্বানও জানান নেতারা।