৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাদার পাল্টা কালো, বিজেপি সরকারের কুকীর্তি প্রকাশ কংগ্রেসের

সামিমা এহসানা
  • আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
  • / 39

পুবের কলম ওয়েব ডেস্ক: বাজেট অধিবেশনের মেয়াদ একদিন বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। কারণ মোদি সরকারের ১০ বছরের সাফল্য আর বিগত কংগ্রেস সরকারের ১০ বছরের ব্যর্থতা তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ করতে চায় বিজেপি। তার আগেই বিজেপির সাদার বদলে কালো ফিরিয়ে দিল কংগ্রেস। বৃহস্পতিবার ব্ল্যাক পেপার বা ‘কৃষ্ণপত্র’ প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেখানে বিগত ১০ বছরে বিজেপি সরকার কি কুকীর্তি করেছে, তার তালিকা তুলে ধরা হয়েছে। সেখানে আছে সরকারের ভ্রান্ত নীতি, সংখ্যালঘু নির্যাতন, বিভিন্ন রাজ্যে অপারেশন লোটাসে ঘায়ে বিরোধীদের সরকার ভেঙে দেওয়ার মত ঘটনাগুলি। শ্বেতপত্রের পাল্টা চাল হিসেবে কৃষ্ণপত্র তুলে ধরেছে কংগ্রেস, বলে মত রাজনৈতিক মহলের।

কালো রঙের ওই ফাইল প্রকাশের সময় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন খাড়গে। তিনি বলেন, ভারতের গণতন্ত্র বিপদে রয়েছে। গত ১০ বছরে ৪১১ জন বিধায়ককে ভাঙিয়ে নিয়ে গেছে বিজেপি। বিভিন্ন রাজ্যে কংগ্রেসের গড়া সরকার ভেঙে দিয়েছে তারা। গণতন্ত্রকে খুন করছে বিজেপি।

আরও পড়ুন: ৩১ জানুয়ারি থেকে সংসদে বাজেট শুরু, চমকের পথে হাঁটবে কেন্দ্র?

খাড়গে বলেন মূল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়ে কথা বলে না বিজেপি। অবিজেপি রাজ্য যেমন কেরল, কর্নাটক, তেলেঙ্গানার সঙ্গে বৈষম্য করে তারা। কিন্তু এসব কথা কখনই বলে না তারা। সংসদে কথা বলার সময় নিজেদের ব্যর্থতা লুকিয়ে রাখেন প্রধানমন্ত্রী মোদি। এমনকি আমরা তাদের ব্যর্থতার কথা বলতে চাইলে আমাদেরকে বাধা দেওয়া হয়। তাই বিজেপি সরকারের ব্যর্থতা আমরা এই কৃষ্ণপত্রে তুলে ধরলাম।

আরও পড়ুন: লোকসভায় হাঙ্গামার মাঝে জম্মু ও কাশ্মীরের বাজেট পেশ

আরও পড়ুন: দিল্লির বাজেট পেশ আটকে দিল কেন্দ্র, প্রধানমন্ত্রীর কাছে ক্ষোভ উগরে চিঠি কেজরির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাদার পাল্টা কালো, বিজেপি সরকারের কুকীর্তি প্রকাশ কংগ্রেসের

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: বাজেট অধিবেশনের মেয়াদ একদিন বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। কারণ মোদি সরকারের ১০ বছরের সাফল্য আর বিগত কংগ্রেস সরকারের ১০ বছরের ব্যর্থতা তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ করতে চায় বিজেপি। তার আগেই বিজেপির সাদার বদলে কালো ফিরিয়ে দিল কংগ্রেস। বৃহস্পতিবার ব্ল্যাক পেপার বা ‘কৃষ্ণপত্র’ প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেখানে বিগত ১০ বছরে বিজেপি সরকার কি কুকীর্তি করেছে, তার তালিকা তুলে ধরা হয়েছে। সেখানে আছে সরকারের ভ্রান্ত নীতি, সংখ্যালঘু নির্যাতন, বিভিন্ন রাজ্যে অপারেশন লোটাসে ঘায়ে বিরোধীদের সরকার ভেঙে দেওয়ার মত ঘটনাগুলি। শ্বেতপত্রের পাল্টা চাল হিসেবে কৃষ্ণপত্র তুলে ধরেছে কংগ্রেস, বলে মত রাজনৈতিক মহলের।

কালো রঙের ওই ফাইল প্রকাশের সময় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন খাড়গে। তিনি বলেন, ভারতের গণতন্ত্র বিপদে রয়েছে। গত ১০ বছরে ৪১১ জন বিধায়ককে ভাঙিয়ে নিয়ে গেছে বিজেপি। বিভিন্ন রাজ্যে কংগ্রেসের গড়া সরকার ভেঙে দিয়েছে তারা। গণতন্ত্রকে খুন করছে বিজেপি।

আরও পড়ুন: ৩১ জানুয়ারি থেকে সংসদে বাজেট শুরু, চমকের পথে হাঁটবে কেন্দ্র?

খাড়গে বলেন মূল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়ে কথা বলে না বিজেপি। অবিজেপি রাজ্য যেমন কেরল, কর্নাটক, তেলেঙ্গানার সঙ্গে বৈষম্য করে তারা। কিন্তু এসব কথা কখনই বলে না তারা। সংসদে কথা বলার সময় নিজেদের ব্যর্থতা লুকিয়ে রাখেন প্রধানমন্ত্রী মোদি। এমনকি আমরা তাদের ব্যর্থতার কথা বলতে চাইলে আমাদেরকে বাধা দেওয়া হয়। তাই বিজেপি সরকারের ব্যর্থতা আমরা এই কৃষ্ণপত্রে তুলে ধরলাম।

আরও পড়ুন: লোকসভায় হাঙ্গামার মাঝে জম্মু ও কাশ্মীরের বাজেট পেশ

আরও পড়ুন: দিল্লির বাজেট পেশ আটকে দিল কেন্দ্র, প্রধানমন্ত্রীর কাছে ক্ষোভ উগরে চিঠি কেজরির