ওড়িশার সম্বলপুরে হনুমান জয়ন্তীতে দাঙ্গার ষড়যন্ত্র, ৪৮ ঘণ্টা ইন্টারনেট বন্ধের নির্দেশ

- আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
- / 16
পুবের কলম, ওয়েবডেস্ক: ওড়িশার সম্বলপুরে হনুমান জয়ন্তীতে অশান্তি এড়াতে ৪৮ ঘণ্টা ইণ্টারনেট বন্ধ রাখার নির্দেশ পুলিশ প্রশাসনের। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই নির্দেশ জারি করা হয়েছে। আজ, শুক্রবার শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। পরিস্থিতি অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
উল্লেখ্য, প্রতিবছরই হনুমান জয়ন্তীর শোভাযাত্রার আগের দিন একটি বাইক র্যা লি সহ ঐতিহ্য মেনে ‘ঝাণ্ডা স্থাপনা’র আয়োজন করা হয়। বুধবার সেই মিছিল চলাকালীন উত্তেজনা ছড়ায়। একাধিক দোকান পাঠ ভাঙচুর সহ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় এক মহিলা সহ ১০ জন পুলিশ আধিকারিক আহত হন। এখনও পর্যন্ত এই ঘটনায় ৪৩ জনকে আটক করা হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় অশান্তির আঁচ পেতেই ইন্টারনেট বন্ধের সিন্ধান্ত নেওয়া হয়েছে। সংবেদনশীল এলাকাগুলিতে পুলিশি টহলদারি চলবে।
স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত মুখ্যসচিব ডিকে সিং জানিয়েছেন, আমাদের কাছে খবর আসে সোশ্যাল মিডিয়ায় কিছু ভুয়ো প্রচার করে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টা করা হচ্ছে সম্বলপুরে। ৩০ পল্টন পুলিশ মোতায়েন করা হয়েছে। ইন্টারনেট বন্ধ সহ ধনুপালি, খেতরাজপুর, আইন্থাপালি, বেরেপালি, সদর, সম্বলপুর এই ৬টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সম্বলপুর পুলিশ সুপার বি গঙ্গাধর জানিয়েছেন, বুধবারের সংঘর্ষের ঘটনায় ৪৩ জনকে আটক সহ ২৬ জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। সহিংসতা এই ষড়যন্ত্রের অংশ কিনা সে প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন, আমরা মনে করি এটি একটি বিক্ষিপ্ত ঘটনা। তদন্ত চলছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আছে। পুলিশ সুপার গঙ্গাধর আরও বলেন, শুক্রবার হনুমান জয়ন্তী উদযাপন ও শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে কিনা সে বিষয়ে শীঘ্রই একটি বৈঠক ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, ওড়িশায় হনুমান জয়ন্তী পালিত হয় মহা বিসুবা সংক্রান্তিতে যা এই বছর শুক্রবার পড়েছে।