০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অল্ডারম্যান নিয়োগ ঘিরে ধুন্ধুমার কাণ্ড, স্থগিত দিল্লি পুরনিগমে মেয়র নির্বাচন

ইমামা খাতুন
  • আপডেট : ৬ জানুয়ারী ২০২৩, শুক্রবার
  • / 123

পুবের কলম ওয়েব ডেস্ক: দিল্লি পুরনিগমে মেয়র নির্বাচনে অল্ডারম্যান নিয়োগ ঘিরে ধুন্ধুমার কাণ্ড। একেবারে তীব্র  হাতাহাতিতে  জড়াল বিজেপি এবং আম আদমি পার্টির কাউন্সিলাররা। ঘটনায় বেশ কয়েকজন কাউন্সিলর জখম হয়েছেন বলেও সংবাদ মাধ্যম সূত্রে খবর। অল্ডারম্যান হলেন একজন মিউনিসিপ্যালিটি সদস্য। যারা কাউন্সিলারদের দ্বারা মনোনীত সদস্য। জনগণের ভোটে তারা নির্বাচিত হন না।

 

উল্লেখ্য, এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে আপ তাদের  কাউন্সিলর মুকেশ গোয়েলকে অস্থায়ী স্পিকার হিসেবে মনোনীত করেছিল। কিন্তু, শেষ পর্যন্ত  বিজেপি নেতা  সত্যা শর্মাকে অস্থায়ী স্পিকার হিসেবে মনোনীত করেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। এই নিয়ে আপত্তি জানাতে শুরু করে আপ। সেই  ঝামেলা মিটে গেলে সত্যা শর্মা অস্থায়ী স্পিকার হিসেবে শপথ  নেন।

 

আরও পড়ুন: নেপালে ৫ মার্চ নির্বাচন

পুরসভায় অল্ডারম্যান সদস্যদের শপথগ্রহণকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ঘটে। নির্বাচিত কাউন্সিলরদের আগে মনোনীত সদস্যদের শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান প্রিসাইডিং অফিসার। এই ঘটনায় তীব্র আপত্তি জানায় আপ   কাউন্সিলরা। পরিস্থিতি এক পর্যায়ে ভয়াবহ রুপ ধারণ  করে। তাঁদের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে হাতাহাতি শুরু হয় দুই পক্ষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্শাল ডাকতে বাধ্য হন প্রিসাইডিং অফিসার। এই ঘটনার জেরে শেষপর্যন্ত স্থগিত হয়ে যায় দিল্লির মেয়র নির্বাচন।

 

আরও পড়ুন: অগ্নিগর্ভ নেপাল, নেপালে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি

উল্লেখ্য, অল্ডারম্যানদের মনোনীত করা হয়, মেয়র নির্বাচনে তাঁদের ভোটাধিকার নেই। তবে, অল্ডারম্যান মনোনয়ন নিয়ে দিল্লির উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে তীব্র আপত্তি জানিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ১০ জন অল্ডারম্যানকে যেভাবে মনোনীত করা হয়েছে, তা অসাংবিধানিক বলে দাবি করেছেন তিনি।

 

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন : ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে উৎসব-মুখর পরিবেশে

সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপিকে কটাক্ষ করে মণীশ সিসোদিয়া মন্তব্য করেছেন যে,  তারা কারোর আদেশ  মানতে চায়না। বিজেপি জনগণের রায়কে সম্মান দিতে জানে না।

 

এদিন তিনি আরও বলেন, বিজেপি এমএসডিতে তাঁদের ব্যর্থতা ঢাকতে এতটা নীচে নেমে যাবে তা কল্পনার  বাইরে। তাঁদের জন্যই আজকের মেয়র নির্বাচন অনুষ্ঠান স্থগিত হয়েছে। একদিকে  প্রিসাইডিং অফিসার অন্যদিকে মনোনীত কাউন্সিলরদের অবৈধ নিয়োগ নিয়ে রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আর সেই ঘটনার জেরেই স্থগিত হয়েছে এদিনের অনুষ্ঠান।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অল্ডারম্যান নিয়োগ ঘিরে ধুন্ধুমার কাণ্ড, স্থগিত দিল্লি পুরনিগমে মেয়র নির্বাচন

আপডেট : ৬ জানুয়ারী ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: দিল্লি পুরনিগমে মেয়র নির্বাচনে অল্ডারম্যান নিয়োগ ঘিরে ধুন্ধুমার কাণ্ড। একেবারে তীব্র  হাতাহাতিতে  জড়াল বিজেপি এবং আম আদমি পার্টির কাউন্সিলাররা। ঘটনায় বেশ কয়েকজন কাউন্সিলর জখম হয়েছেন বলেও সংবাদ মাধ্যম সূত্রে খবর। অল্ডারম্যান হলেন একজন মিউনিসিপ্যালিটি সদস্য। যারা কাউন্সিলারদের দ্বারা মনোনীত সদস্য। জনগণের ভোটে তারা নির্বাচিত হন না।

 

উল্লেখ্য, এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে আপ তাদের  কাউন্সিলর মুকেশ গোয়েলকে অস্থায়ী স্পিকার হিসেবে মনোনীত করেছিল। কিন্তু, শেষ পর্যন্ত  বিজেপি নেতা  সত্যা শর্মাকে অস্থায়ী স্পিকার হিসেবে মনোনীত করেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। এই নিয়ে আপত্তি জানাতে শুরু করে আপ। সেই  ঝামেলা মিটে গেলে সত্যা শর্মা অস্থায়ী স্পিকার হিসেবে শপথ  নেন।

 

আরও পড়ুন: নেপালে ৫ মার্চ নির্বাচন

পুরসভায় অল্ডারম্যান সদস্যদের শপথগ্রহণকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ঘটে। নির্বাচিত কাউন্সিলরদের আগে মনোনীত সদস্যদের শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান প্রিসাইডিং অফিসার। এই ঘটনায় তীব্র আপত্তি জানায় আপ   কাউন্সিলরা। পরিস্থিতি এক পর্যায়ে ভয়াবহ রুপ ধারণ  করে। তাঁদের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। একপর্যায়ে হাতাহাতি শুরু হয় দুই পক্ষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মার্শাল ডাকতে বাধ্য হন প্রিসাইডিং অফিসার। এই ঘটনার জেরে শেষপর্যন্ত স্থগিত হয়ে যায় দিল্লির মেয়র নির্বাচন।

 

আরও পড়ুন: অগ্নিগর্ভ নেপাল, নেপালে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা জারি

উল্লেখ্য, অল্ডারম্যানদের মনোনীত করা হয়, মেয়র নির্বাচনে তাঁদের ভোটাধিকার নেই। তবে, অল্ডারম্যান মনোনয়ন নিয়ে দিল্লির উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে তীব্র আপত্তি জানিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ১০ জন অল্ডারম্যানকে যেভাবে মনোনীত করা হয়েছে, তা অসাংবিধানিক বলে দাবি করেছেন তিনি।

 

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন : ছাত্রছাত্রীরা ভোট দিয়েছে উৎসব-মুখর পরিবেশে

সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিজেপিকে কটাক্ষ করে মণীশ সিসোদিয়া মন্তব্য করেছেন যে,  তারা কারোর আদেশ  মানতে চায়না। বিজেপি জনগণের রায়কে সম্মান দিতে জানে না।

 

এদিন তিনি আরও বলেন, বিজেপি এমএসডিতে তাঁদের ব্যর্থতা ঢাকতে এতটা নীচে নেমে যাবে তা কল্পনার  বাইরে। তাঁদের জন্যই আজকের মেয়র নির্বাচন অনুষ্ঠান স্থগিত হয়েছে। একদিকে  প্রিসাইডিং অফিসার অন্যদিকে মনোনীত কাউন্সিলরদের অবৈধ নিয়োগ নিয়ে রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আর সেই ঘটনার জেরেই স্থগিত হয়েছে এদিনের অনুষ্ঠান।