১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসি ২০২৫ নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক, কলকাতা হাইকোর্টে ফের মামলা চাকরিহারা শিক্ষকদের

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ২৩ জুন ২০২৫, সোমবার
  • / 396

পুবের কলম ওয়েবডেস্ক: প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পরে স্কুল সার্ভিস কমিশন (SSC) নতুন করে ২০২৫ সালের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে এই বিজ্ঞপ্তি নিয়ে শুরু হয়েছে আইনি টানাপোড়েন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী বলে অভিযোগ তুলে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সোমবার ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিচ্যুত শিক্ষকদের একাংশ।

আইনজীবী অনিন্দ্য মিত্র ও শামিম আহমেদ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের নজরে আনেন যে, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছিল— শুধুমাত্র ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকরাই এই নতুন পরীক্ষায় বসতে পারবেন। একই সঙ্গে বয়সে ছাড় দেওয়ার নির্দেশও ছিল। অথচ স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, ‘টেন্টেড’ বা অযোগ্য প্রার্থীরাও পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন। সেই সঙ্গে বয়সে ছাড় সম্পর্কেও কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই বলে অভিযোগ করা হয়েছে।

চাকরিচ্যুতরা জানান, এই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করছে এবং এই অবস্থায় ১৪ জুলাই আবেদন গ্রহণের শেষ দিন হওয়ায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন: যশোবন্ত ভার্মার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, “এই বিষয়টি ব্যাখ্যা করতে পারে একমাত্র সুপ্রিম কোর্টই। নির্দেশও এসেছিল সেখান থেকেই।” তবে সময়সীমার গুরুত্ব বিবেচনা করে তিনি আগামী ১ জুলাই মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করার আশ্বাস দেন।

আরও পড়ুন: দিল্লি পুলিশের নজরদারিতে ফাঁক? সুপ্রিম কোর্টের চোখের সামনেই শিশু নিয়ে দেশ ছাড়লেন রাশিয়ান মা

প্রসঙ্গত, এই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ৪৪ হাজার শূন্যপদে নিয়োগের কথা বলা হয়েছে। এর আগে একই বিজ্ঞপ্তিকে ‘আইনবিরুদ্ধ’ বলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। ফলে নতুন মামলাটি আদালতে কোন দিক মোড় নেয়, তা নিয়েই এখন শিক্ষাঙ্গনে তীব্র কৌতূহল এবং উদ্বেগ।

আরও পড়ুন: রবীন্দ্রভারতীর উপাচার্য হচ্ছেন সোনালি চক্রবর্তী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এসএসসি ২০২৫ নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক, কলকাতা হাইকোর্টে ফের মামলা চাকরিহারা শিক্ষকদের

আপডেট : ২৩ জুন ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পরে স্কুল সার্ভিস কমিশন (SSC) নতুন করে ২০২৫ সালের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে এই বিজ্ঞপ্তি নিয়ে শুরু হয়েছে আইনি টানাপোড়েন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী বলে অভিযোগ তুলে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সোমবার ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিচ্যুত শিক্ষকদের একাংশ।

আইনজীবী অনিন্দ্য মিত্র ও শামিম আহমেদ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের নজরে আনেন যে, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছিল— শুধুমাত্র ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকরাই এই নতুন পরীক্ষায় বসতে পারবেন। একই সঙ্গে বয়সে ছাড় দেওয়ার নির্দেশও ছিল। অথচ স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, ‘টেন্টেড’ বা অযোগ্য প্রার্থীরাও পরীক্ষায় বসার সুযোগ পাচ্ছেন। সেই সঙ্গে বয়সে ছাড় সম্পর্কেও কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই বলে অভিযোগ করা হয়েছে।

চাকরিচ্যুতরা জানান, এই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করছে এবং এই অবস্থায় ১৪ জুলাই আবেদন গ্রহণের শেষ দিন হওয়ায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন: যশোবন্ত ভার্মার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, “এই বিষয়টি ব্যাখ্যা করতে পারে একমাত্র সুপ্রিম কোর্টই। নির্দেশও এসেছিল সেখান থেকেই।” তবে সময়সীমার গুরুত্ব বিবেচনা করে তিনি আগামী ১ জুলাই মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করার আশ্বাস দেন।

আরও পড়ুন: দিল্লি পুলিশের নজরদারিতে ফাঁক? সুপ্রিম কোর্টের চোখের সামনেই শিশু নিয়ে দেশ ছাড়লেন রাশিয়ান মা

প্রসঙ্গত, এই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ৪৪ হাজার শূন্যপদে নিয়োগের কথা বলা হয়েছে। এর আগে একই বিজ্ঞপ্তিকে ‘আইনবিরুদ্ধ’ বলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। ফলে নতুন মামলাটি আদালতে কোন দিক মোড় নেয়, তা নিয়েই এখন শিক্ষাঙ্গনে তীব্র কৌতূহল এবং উদ্বেগ।

আরও পড়ুন: রবীন্দ্রভারতীর উপাচার্য হচ্ছেন সোনালি চক্রবর্তী