স্বাস্থ্য খাতে কোপ! চিকিৎসা পরিষেবায় বাড়তি জিএসটির ধাক্কা কেন্দ্র সরকারের

- আপডেট : ৭ জুলাই ২০২২, বৃহস্পতিবার
- / 41
পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরোত্তর বাড়ছে জিনিস পত্রের দাম। নাজেহাল সাধারণ মানুষের জীবন। ভোজ্য তেল থেকে রান্নার গ্যাসের দামের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে আমজনতার জীবনে। এদিকে এই অবস্থায় ফের অস্বস্তি বাড়িয়ে এবার চিকিৎসা ক্ষেত্রে কোপ পড়ল। একে করোনার কারণে প্রায় দু বছর মানুষ ঘরবন্দী। এই অবস্থায় মানুষের হাতে টাকা নেই। তার ওপর একের পর এক লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে মানুষের পকেটে টান বেড়েই চলেছে।
চিকিৎসা খাতে এবার বাড়তি জিএসটি’র বোঝা চাপানো হল। জিএসটি কাউন্সিল চিকিৎসা ক্ষেত্রের একগুচ্ছ পরিষেবায় জিএসটি বৃদ্ধি করছে। আরও বাড়বে চিকিৎসা বিল। চিকিৎসা পরিষেবার উপরে বসানো জিএসটি ও হাসপাতালের বেড ভাড়া, রোগীর উপর দুই বোঝাই একসঙ্গে চাপছে। ৫ শতাংশ জিএসটি হাসপাতালে বেড ভাড়ার জন্য গুণতে হবে। আইসিইউ-র জন্য আলাদা চার্জ। বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়ার চিকিৎসার চার্জ। হাসপাতাল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট-এ ১২ শতাংশ চার্জ।
খুব স্বাভাবিকভাবেই বাড়ছে স্বাস্থ্যবিমার প্রিমিয়াম। এবার থেকে স্বাস্থ্যবিমার ওপর গুণতে হবে ১৮ শতাংশ জিএসটি।
হাসপাতালের বেড ভাড়া, চিকিৎসার উপকরণসহ চিকিৎসা সংক্রান্ত বেশ কিছু পরিষেবার ক্ষেত্রে জিএসটির পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
দেশজুড়ে স্বাস্থ্যবিমায় ১৮ শতাংশ জিএসটি থেকে কমিয়ে ৫ শতাংশ করার দাবি উঠেছিল। সে দাবি মেনে নেওয়া হলেও বাস্তবায়িত হয়নি। আজও স্বাস্থ্যবিমার ক্ষেত্রে ১৮ শতাংশ জিএসটি চালু রয়েছে। এবার হাসপাতালের বেডেও নতুন ৫ শতাংশ জিএসটির বোঝা চাপাল মোদি সরকার।
এই অবস্থায় ক্ষুব্ধ বেসরকারি হাসপাতালের কেন্দ্রীয় সংগঠন থেকে বণিকসভা ফিকি।
ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের তরফে অর্থমন্ত্রীর কাছে স্বাস্থ্য পরিষেবায় জিরো জিএসটি হার চালু করার আবেদন করা হয়েছে। হাসপাতাল সংগঠনের পক্ষ থেকে মোদি সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে।