০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনা ১৯ হাজার ছুঁইছুঁই, উদ্বেগ প্রকাশ স্বাস্থ্য মন্ত্রকের

ইমামা খাতুন
  • আপডেট : ৮ জুলাই ২০২২, শুক্রবার
  • / 143

পুবের কলম ওয়েবডেস্কঃ দেশে করোনা সংক্রমণ সংখ্যা ক্রমশই আতঙ্ক বাড়িয়ে তুলছে। ফের শুরু হয়েছে সতর্কীকরণ। উদ্বেগ প্রকাশ করছে ওয়াকিফহাল মহল। গতকালের পর আজ ফের দৈনিক সংক্রমণ ১৯ হাজার ছুঁইছুঁই।এমনকি বেড়েছে করোনায় সংক্রমিত ও মৃতের সংখ্যাও।সব মিলিয়ে দেশের করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।তাদের প্রকাশ করা পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৫ জন।

স্বাস্থ্য মন্ত্রকের পাওয়া বুলেটিন অনুযায়ী, সমগ্র দেশে করোনার চতুর্থ ঢেউয়ে এখনও পর্যন্তও ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।এই মুহূর্তে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৩৩৫ জন।তবে স্বস্তির বিষয় হল- গত ২৪ ঘণ্টায় করোনা থেকে রেহাই পেয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৮৯৯ জন।

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট: বাংলাদেশে গ্রেফতার ১৩০৮

তবে উদ্বেগ করার বিষয় হল শুধু করোনা না দেশের একাধিক রাজ্যে নানান রকমের ভাইরাসের দাপট বেড়েছে।প্রতিদিন এক এক করে কয়েক হাজার মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বাংলায়।

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা

স্বাস্থ্যমন্ত্রকের তরফে সংক্রমণপ্রবণ রাজ্যগুলির সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখা হচ্ছে। এমনকি করোনার লাগামছাড়া বৃদ্ধি রুখতে নতুন করে বিধিনিষেধ আরপ করার কথা ভাবছে দেশের একাধিক রাজ্য।

আরও পড়ুন: অতি বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি দেশের একাধিক রাজ্যে, জারি লাল ও কমলা সর্তকতা

উল্লেখ্য, যে হারে দেশে করোনা সংক্রমণ বাড়ছে তাতে উদ্বেগ প্রকাশ করে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে চেন্নায় কর্পোরেশন।

প্রসঙ্গত,করোনা বিধিনিষেধ উঠে যাওয়ায় অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। এমনকি মাস্ক ব্যবহারে অনীহা কম বেশি সকলের মধ্যেই দেখা যাচ্ছে। আম জনতাকে সচেতন করতেই ফের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছ।

এক সাংবাদিক সম্মেলনে চেন্নাই কর্পোরেশন পক্ষ থেকে জানানো হয়েছে, যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে মাস্ক ছাড়া উপায় নেই। তাই এই নির্দেশিকা।

অন্যদিকে,এরই মাঝে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, ভারত-সহ বিশ্বের ১০টি দেশে নতুন কোভিড স্ট্রেন BA.২.৭৫-এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এর জন্যই ফের দেশগুলিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। তবে এই ভ্যারিয়েন্ট কতটা শক্তিশালী তা আরও কিছুদিন গবেষণা করার পরই জানা যাবে এমনটাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্রে খবর।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দেশে করোনা ১৯ হাজার ছুঁইছুঁই, উদ্বেগ প্রকাশ স্বাস্থ্য মন্ত্রকের

আপডেট : ৮ জুলাই ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ দেশে করোনা সংক্রমণ সংখ্যা ক্রমশই আতঙ্ক বাড়িয়ে তুলছে। ফের শুরু হয়েছে সতর্কীকরণ। উদ্বেগ প্রকাশ করছে ওয়াকিফহাল মহল। গতকালের পর আজ ফের দৈনিক সংক্রমণ ১৯ হাজার ছুঁইছুঁই।এমনকি বেড়েছে করোনায় সংক্রমিত ও মৃতের সংখ্যাও।সব মিলিয়ে দেশের করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।তাদের প্রকাশ করা পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮১৫ জন।

স্বাস্থ্য মন্ত্রকের পাওয়া বুলেটিন অনুযায়ী, সমগ্র দেশে করোনার চতুর্থ ঢেউয়ে এখনও পর্যন্তও ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।এই মুহূর্তে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ২২ হাজার ৩৩৫ জন।তবে স্বস্তির বিষয় হল- গত ২৪ ঘণ্টায় করোনা থেকে রেহাই পেয়ে বাড়ি ফিরেছেন ১৫ হাজার ৮৯৯ জন।

আরও পড়ুন: অপারেশন ডেভিল হান্ট: বাংলাদেশে গ্রেফতার ১৩০৮

তবে উদ্বেগ করার বিষয় হল শুধু করোনা না দেশের একাধিক রাজ্যে নানান রকমের ভাইরাসের দাপট বেড়েছে।প্রতিদিন এক এক করে কয়েক হাজার মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বাংলায়।

আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির সতর্কতা

স্বাস্থ্যমন্ত্রকের তরফে সংক্রমণপ্রবণ রাজ্যগুলির সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখা হচ্ছে। এমনকি করোনার লাগামছাড়া বৃদ্ধি রুখতে নতুন করে বিধিনিষেধ আরপ করার কথা ভাবছে দেশের একাধিক রাজ্য।

আরও পড়ুন: অতি বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি দেশের একাধিক রাজ্যে, জারি লাল ও কমলা সর্তকতা

উল্লেখ্য, যে হারে দেশে করোনা সংক্রমণ বাড়ছে তাতে উদ্বেগ প্রকাশ করে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে চেন্নায় কর্পোরেশন।

প্রসঙ্গত,করোনা বিধিনিষেধ উঠে যাওয়ায় অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। এমনকি মাস্ক ব্যবহারে অনীহা কম বেশি সকলের মধ্যেই দেখা যাচ্ছে। আম জনতাকে সচেতন করতেই ফের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছ।

এক সাংবাদিক সম্মেলনে চেন্নাই কর্পোরেশন পক্ষ থেকে জানানো হয়েছে, যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে মাস্ক ছাড়া উপায় নেই। তাই এই নির্দেশিকা।

অন্যদিকে,এরই মাঝে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, ভারত-সহ বিশ্বের ১০টি দেশে নতুন কোভিড স্ট্রেন BA.২.৭৫-এর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এর জন্যই ফের দেশগুলিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। তবে এই ভ্যারিয়েন্ট কতটা শক্তিশালী তা আরও কিছুদিন গবেষণা করার পরই জানা যাবে এমনটাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্রে খবর।