আফগানিস্তান থেকে ভারতে ফেরা ১৬ জনের দেহে মিলল করোনা সংক্রমণ

- আপডেট : ২৫ অগাস্ট ২০২১, বুধবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগানিস্তান থেকে দেশে ফিরছে ভারতীয়রা। মঙ্গলবার রাতেই কাবুল থেকে বিমানে দিল্লিতে ফেরেন ৭৮ জন। তাদের মধ্যে ১৬ জনের দেহে মিলেছে করোনা সংক্রমণ। তবে তাদের কারোরই করোনার কোনও উপসর্গ নেই। ফেরত ৭৮ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই শিখ আফগান বলে খবর। কাবুল থেকে আসা করোনা আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তিনজন শিখ ধর্মগুরু আছেন। তাঁরা গুরুগ্রন্থ হাতে নিয়ে দিল্লি বিমানবন্দরে নেমেছিলেন। গ্রন্থসাহিব বেশ কয়েকটি গুরুদ্বার নিয়ে যাওয়া হয়। প্রচুর মানুষ বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন সেটি ছুঁয়ে দেখার জন্য।
তালিবান কাবুলের দখল নেওয়ার পর থেকেই সংশ্লিষ্ট দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। এখনও পর্যন্ত ৬২৬ জনকে আফগানিস্তান থেকে ভারতে নিয়ে আসা হয়েছে। যাঁদের মধ্যে ২২৮ জন ভারতীয় নাগরিক।
দেশে করোনা দ্বিতীয় ঢেউ যখন নিয়ন্ত্রণের পথে তখন ফের দেশে ফেরতদের মধ্যে করোনা সংক্রমণ মেলায় চিন্তায় বিশেষজ্ঞরা।