মহারাষ্ট্রে বাড়ছে করোনা সংক্রমণ, পরিস্থিতি বিবেচনা করে ফের কড়া বিধিনিষেধে পথে হাঁটবে উদ্ধব সরকার

- আপডেট : ৪ জুন ২০২২, শনিবার
- / 14
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের করোনা সংক্রমণ মাথাচাড়া দিয়ে উঠেছে মহারাষ্ট্রে। উদ্ধব সরকারের তরফ থেকে মাস জনবহুল এলাকায় মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধির জন্য রাজ্যের সরকারের তরফে কোভিড নির্দেশিকা কড়াকড়ি করা হচ্ছে। সরকারের তরফে জানানো হয়েছে টানা ১৫ দিন রাজ্যের অবস্থার দিকে নজর দিয়ে কোভিড বিধিনিষেধের পথে হাঁটবে সরকার। ইতিমধ্যেই রাজ্যের সরকার জেলা কর্তৃপক্ষের কাছ থেকে করোনার ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব ডা. প্রদীপ ব্যাস ইতিমধ্যে করোনা বিধিনিষেধের একাধিক নিয়মের মধ্যে জনবহুল এলাকায় মাস্ক পরার জন্য লিখিত নির্দেশ দিয়েছেন। ট্রেন, বাস, প্রেক্ষাগৃহ, অফিস, হাসপাতাল, কলেজ, স্কুলে মাস্ক অবশ্যই বাধ্যতামূলক।
ডা. প্রদীপ ব্যাস জানিয়েছেন, সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য জনবহুল এলাকায় মাস্ক পরতে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে ডা. প্রদীপ ব্যাস গত কয়েক মাস ধরে রাজ্যে কোভিড-১৯ মামলার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়ার পরে ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। তিন মাস পরে ১ জুন দৈনিক সংক্রমণের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মুম্বই মেট্রোপলিটন, থানে ক্রমাগত করোনা সংক্রমণ বাড়ছে। ফলে অন্যান্য জেলাগুলিতে সংক্রমণ বাড়বে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহ থেকেই ৯টি জেলায় সংক্রমণ বাড়তে থাকে।
সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে এখন থেকেই জরুরি পদক্ষেপ নেওয়া পথে সরকার। আমাদের চেষ্টা যাতে হাসপাতালে ভর্তি না হতে হয়, বাড়ি থেকেই সুস্থ হতে পারে রোগী। তাই সরকারের আদেশ মেনে এখন থেকে নির্দেশিকা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। মহারাষ্ট্র সম্প্রতি BA.4 এবং BA.5 সাবভেরিয়েন্টের রোগীদের খুঁজে পেয়েছে। শুক্রবার ১১৩৪টি করোনা ভাইরাসের নতুন কেস পাওয়া গেছে। তিনজনের মৃত্যু হয়েছে। নতুন মামলার মধ্যে ৭৬৩টি মুম্বাইয়ের বাসিন্দা।