০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা সঙ্ক্রমণ, স্কুল বন্ধ বোলপুরে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, শনিবার
  • / 49

দেবশ্রী মজুমদার, বোলপুর:  করোনা সঙ্ক্রমণ কারণে বন্ধ রাখা হলো বোলপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়।  বিদ‍্যালয়ের ৫ জন ছাত্র করোনা আক্রান্ত হওয়ার ফলে বন্ধ হয়ে গেল স্কুলের পঠন পাঠন। বোলপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে একসঙ্গে পাঁচ জন ছাত্র করোনা আক্রান্ত হওয়ার ঘটনায়   রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে। ইতিমধ্যেই ওই স্কুলের পড়ুয়ারা করোনা আক্রান্ত হওয়ার পর ক্লাস ঘর এবং স্কুল চত্বর স্যানিটাইজ করার ব্যবস্থা করেছে । আর এই পরিস্থিতি আপাতত স্কুল কর্তৃপক্ষ পঠন পাঠন বন্ধ করে দিয়েছে । আতঙ্ক ছড়িয়েছে স্কুলের শিক্ষকদের মধ‍্যেও।  দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল।

আবার  করোনা সঙ্ক্রমণের জেরে স্কুল বন্ধ হওয়ায় পড়ুয়া থেকে শিক্ষকদের মন খারাপ।   এই পরিস্থিতির মধ্যেই ১৫ ডিসেম্বরে দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের টেস্ট পরীক্ষা রয়েছে। তার ভবিষ্যত নিয়েও চিন্তিত সবাই। যদিও স্কুলের তরফে শিক্ষক রাজকুমার চক্রবর্তী জানান, পরীক্ষা যথা সময়ে হবে। সঙ্ক্রমিত পাঁচজন পড়ুয়ার পরীক্ষা পরে নেওয়া হবে। সেটা হবে তারা সুস্থ হলেই।

আরও পড়ুন: বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ বোলপুরের সোনাঝুরিতে

আরও পড়ুন: ২০২৪ সালের মধ্যেই উত্তরবঙ্গে হেলথ সিটি ও মেডিকেল কলেজ, প্রত্যয়ী বার্তা বোলপুরের মাটি থেকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা সঙ্ক্রমণ, স্কুল বন্ধ বোলপুরে

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, শনিবার

দেবশ্রী মজুমদার, বোলপুর:  করোনা সঙ্ক্রমণ কারণে বন্ধ রাখা হলো বোলপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়।  বিদ‍্যালয়ের ৫ জন ছাত্র করোনা আক্রান্ত হওয়ার ফলে বন্ধ হয়ে গেল স্কুলের পঠন পাঠন। বোলপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে একসঙ্গে পাঁচ জন ছাত্র করোনা আক্রান্ত হওয়ার ঘটনায়   রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পড়ুয়াদের মধ্যে। ইতিমধ্যেই ওই স্কুলের পড়ুয়ারা করোনা আক্রান্ত হওয়ার পর ক্লাস ঘর এবং স্কুল চত্বর স্যানিটাইজ করার ব্যবস্থা করেছে । আর এই পরিস্থিতি আপাতত স্কুল কর্তৃপক্ষ পঠন পাঠন বন্ধ করে দিয়েছে । আতঙ্ক ছড়িয়েছে স্কুলের শিক্ষকদের মধ‍্যেও।  দীর্ঘদিন ধরে বন্ধ ছিল স্কুল।

আবার  করোনা সঙ্ক্রমণের জেরে স্কুল বন্ধ হওয়ায় পড়ুয়া থেকে শিক্ষকদের মন খারাপ।   এই পরিস্থিতির মধ্যেই ১৫ ডিসেম্বরে দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের টেস্ট পরীক্ষা রয়েছে। তার ভবিষ্যত নিয়েও চিন্তিত সবাই। যদিও স্কুলের তরফে শিক্ষক রাজকুমার চক্রবর্তী জানান, পরীক্ষা যথা সময়ে হবে। সঙ্ক্রমিত পাঁচজন পড়ুয়ার পরীক্ষা পরে নেওয়া হবে। সেটা হবে তারা সুস্থ হলেই।

আরও পড়ুন: বন দফতরের আপত্তিতে বসন্ত উৎসব নিষিদ্ধ বোলপুরের সোনাঝুরিতে

আরও পড়ুন: ২০২৪ সালের মধ্যেই উত্তরবঙ্গে হেলথ সিটি ও মেডিকেল কলেজ, প্রত্যয়ী বার্তা বোলপুরের মাটি থেকে