করোনা ছড়াচ্ছে হ্যামস্টার, ২০০০ প্রাণীকে হত্যার নির্দেশ হংকংয়ে
- আপডেট : ১৯ জানুয়ারী ২০২২, বুধবার
- / 11
পুবের কলম ওয়েবডেস্কঃ ইঁদুর প্রজাতির প্রাণী হ্যামস্টারদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ছে।তাই যদি এই পোষ্যদের চুম্বন করেন, করবেন না ছড়াতে পারে করোনা। এই মর্মে সতর্কতা জারি করল হংকং।ইতিমধ্যেই নাকি হত্যা করা হয়েছে দু হাজার হ্যামস্টারকে। যা নিয়ে ইতিমধ্যেই বিশ্বজুড়ে সরব হয়েছেন পশুপ্রেমীরা।
সম্প্রতি একটি পোষ্যবিপনীর ১১টি হ্যামস্টারের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ে।তারপর থেকেই বেড়েছে আতঙ্ক। চিন এই মুহুর্তে করোনার ক্ষেত্রে জিরো টরালেন্স নীতি নিয়ে চলছে। হংকং যেহেতু চিনের অধীন বলে দাবি করে সে দেশের প্রশাসন, তাই হংকংকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই প্রাণীদের থেকে কোনভাবে করোনা না ছড়ায়।
কিন্তু মাত্র ১১টি প্রাণী সংক্রমিত হওয়ার ফলে ২০০০ হ্যামস্ট্যারকে হত্যার নির্দেশে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পশুপ্রেমী সংগঠনগুলি প্রশ্ন তুলছে যদি পোষ্যদের তাদের পালকরা চুম্বন না করেন বা তাদের স্পর্শ করার পর হাত ধুয়ে নেন ভালো করে।তাহলে সমস্যা কোথায়।
পশুপ্রেমী সংগঠনগুলি আরও বলেছে এখনও সারা পৃথিবীতে পোষ্যদের থেকে করোনা সংক্রমণ ছড়াচ্ছে এমন কোন সুনির্দিষ্ট প্রমাণ নেই। তারপরেও এই ধরনের নির্দেশ অত্যন্ত মর্মান্তিক ।