২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জাপানে সমকামী বিয়েতে নিষেধাজ্ঞা জারি কোর্টের

ইমামা খাতুন
  • আপডেট : ২১ জুন ২০২২, মঙ্গলবার
  • / 79

Plaintiffs speak to journalists after a court ruling in Osaka, western Japan Monday, June 20, 2022. The Osaka District Court ruled Monday that the country’s ban on same-sex marriage does not violate the constitution, and rejected demands for compensation by three couples who said their right to free union and equality has been violated. (Kyodo News via AP)

পুবের কলম ওয়েবডেস্কঃ জাপানের একটি আদালত তার রায়ে জানিয়েছে, সমকামীদের মধ্যে বা সমলিঙ্গের বিয়েতে দেওয়া নিষেধাজ্ঞা অসাংবিধানিক নয়। সোমবার এই রায়ের মাধ্যমে জি-সেভেনভুক্ত দেশের সদস্য হিসেবে একমাত্র জাপানই সমলিঙ্গের বিয়েকে অবৈধ ঘোষণা করল। এর আগে ২০২১ সালের মার্চে দেশটির স্যাপ্পোরো শহরের একটি আদালত রায় দিয়েছিল, সমকামী বিয়েকে অনুমোদন না দেওয়া অসাংবিধানিক। এরপর অধিকার কর্মীরা আশা করেছিলেন সেই রায় কেন্দ্রীয় সরকারের ওপর সমকামী বিয়েকে বৈধতা দেওয়ার ব্যাপারে চাপ তৈরি করবে। কিন্তু সোমবারের রায় সেই আশায় পানি ঢালল। ওসাকার জেলা আদালতে এই ব্যাপারে একটি মামলা করেছিল তিন সমকামী দম্পতি এবং এটি ছিল জাপানের এই সংক্রান্ত দ্বিতীয় কোনও ঘটনা। সমকামী হিসেবে বিয়ে করতে না দেওয়া অসাংবিধানিক দাবি করে প্রতিটি দম্পতি এক মিলিয়ন ইয়েন ক্ষতিপূরণও চেয়েছিল। আদালত তাদের ক্ষতিপূরণের দাবিও প্রত্যাখ্যান করেছে। সমকামী বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখার রায় দিয়েছে জাপানি আদালত।

আরও পড়ুন: সংখ্যালঘু নয় এমন আসনে সংরক্ষণ চালুর বিরুদ্ধে আদালতে যাচ্ছে মহারাষ্ট্রের সংখ্যালঘু সমাজ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাপানে সমকামী বিয়েতে নিষেধাজ্ঞা জারি কোর্টের

আপডেট : ২১ জুন ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ জাপানের একটি আদালত তার রায়ে জানিয়েছে, সমকামীদের মধ্যে বা সমলিঙ্গের বিয়েতে দেওয়া নিষেধাজ্ঞা অসাংবিধানিক নয়। সোমবার এই রায়ের মাধ্যমে জি-সেভেনভুক্ত দেশের সদস্য হিসেবে একমাত্র জাপানই সমলিঙ্গের বিয়েকে অবৈধ ঘোষণা করল। এর আগে ২০২১ সালের মার্চে দেশটির স্যাপ্পোরো শহরের একটি আদালত রায় দিয়েছিল, সমকামী বিয়েকে অনুমোদন না দেওয়া অসাংবিধানিক। এরপর অধিকার কর্মীরা আশা করেছিলেন সেই রায় কেন্দ্রীয় সরকারের ওপর সমকামী বিয়েকে বৈধতা দেওয়ার ব্যাপারে চাপ তৈরি করবে। কিন্তু সোমবারের রায় সেই আশায় পানি ঢালল। ওসাকার জেলা আদালতে এই ব্যাপারে একটি মামলা করেছিল তিন সমকামী দম্পতি এবং এটি ছিল জাপানের এই সংক্রান্ত দ্বিতীয় কোনও ঘটনা। সমকামী হিসেবে বিয়ে করতে না দেওয়া অসাংবিধানিক দাবি করে প্রতিটি দম্পতি এক মিলিয়ন ইয়েন ক্ষতিপূরণও চেয়েছিল। আদালত তাদের ক্ষতিপূরণের দাবিও প্রত্যাখ্যান করেছে। সমকামী বিয়েতে নিষেধাজ্ঞা বহাল রাখার রায় দিয়েছে জাপানি আদালত।

আরও পড়ুন: সংখ্যালঘু নয় এমন আসনে সংরক্ষণ চালুর বিরুদ্ধে আদালতে যাচ্ছে মহারাষ্ট্রের সংখ্যালঘু সমাজ