ভারতে কোভিড কেস বেড়ে ৪৩৮; মুম্বই, চেন্নাই, আহমেদাবাদে কোভিডের সংখ্যা বৃদ্ধি

- আপডেট : ২৪ মে ২০২৫, শনিবার
- / 268
পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। বর্তমানে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৮। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বেশ কয়েকটি রাজ্যে নজরদারি শুরু করেছে। আগের তুলনায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম এবং আতঙ্কের কোনও কারণ নেই বলে স্বাস্থ্যদফতরের তরফে জানানো হয়েছে।
মুম্বই, চেন্নাই এবং আহমেদাবাদের মেট্রোপলিটন সিটিগুলোতে করোনা সংখ্যা বাড়ছে বলে মনে করা হচ্ছে। রাজ্য স্বাস্থ্য দফতরের মতে, শুধুমাত্র মুম্বইতেই মে মাসে ৯৫ জন নতুন কোভিড আক্রান্তের খবর পাওয়া গেছে। জানুয়ারি থেকে মহারাষ্ট্রের মোট ১০৬ জন আক্রান্ত হয়েছে। কমপক্ষে ১৬ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু রোগীকে কেইএম হাসপাতাল থেকে সেভেন হিলস হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কোভিড আক্রা্ন্তের সংখ্যা বৃদ্ধির ফলে রাজ্য এবং জাতীয় স্বাস্থ্য সংস্থাগুলি নতুন করে নজরদারি এবং সতর্কতা জারি করেছে।