ট্রেনি পুলিশদের রামচরিতমানস পড়ার নিদান, প্রতিবাদ ভোপালে

- আপডেট : ২৭ জুলাই ২০২৫, রবিবার
- / 14
পুবের কলম,ওয়েবডেস্ক: পুলিশ প্রশিক্ষণ স্কুলে প্রশিক্ষণরত হবু পুলিশ কনস্টেবলদের রাতে ঘুমানোর আগে রামচরিতমানস পড়তে বলেছেন মধ্যপ্রদেশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ট্রেনিং) রাজাবাবু সিং। এই নিয়ে বিতর্ক উঠেছে রাজ্যে। সিপিএমের রাজ্য সম্পাদক যশবিন্দর সিং এক বিবৃতিতে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
তিনি বলেছেন, প্রায় ৪০০০ যুবক এই প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁরা সকলেই হিন্দু নন, অন্য ধর্মের যুবকও রয়েছেন। তাঁরা কেন রামচরিতমানস পড়বেন? যশবিন্দর বলেছেন, ভারতের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পুলিশ অফিসার এমন হুকুম বা পরামর্শ দিতে পারেন না। শুধু মাত্র নিজের চাকরিতে পদোন্নতির লোভে বিজেপি এবং আর এস এসকে খুশি করতে কিছু পুলিশকর্তা এই সব কাজ করছেন।
এঁদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক। এদিকে যার বিরুদ্ধে এত অভিযোগ সেই রাজাবাবু সিং বলেছেন, এর মধ্যে অন্যায় কোথায়? ঘুমানোর আগে রামচরিতমানস এর কয়েকটি শ্লোক পড়লে মন ফুরফুরে থাকবে, ভালো ঘুম হবে।
রামচরিতমানস জ্ঞানভাণ্ডার বলে তিনি মনে করেন। তা পড়লে জীবনে মূল্যবোধ তৈরি হবে। রাজাবাবু বলেছেন, কয়েকজন প্রশিক্ষণরত কনস্টেবল তাঁর কাছে ছুটি চেয়েছিলেন। ওঁরা বললেন, প্রশিক্ষণ নিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। তাই ছুটি চাই। তাঁদের বললাম, রামচরিতমানস পড়ো, ক্লান্তি ভুলে যাবে। পুলিশের এক কর্তা সাফাই দিয়েছেন, সকলকে পড়তে বলা হয় নি, যারা পড়তে ইচ্ছুক একমাত্র তাঁদেরই বলা হয়েছে।