৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কবি সুভাষ প্ল্যাটফর্মের চারটি পিলারে ফাটল, স্টেশন ভেঙে ফেলার সিদ্ধান্ত কর্তৃপক্ষের

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ জুলাই ২০২৫, বুধবার
  • / 23

পুবের কলম, ওয়েবডেস্ক: কবি সুভাষ মেট্রো স্টেশন ভেঙ্গে ফেলে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্ম আপাতত ভেঙ্গে ফেলা হবে। সোমবার প্ল্যাটফর্মের চারটি পিলারে ফাটল দেখা দিয়েছে। যে কারণেই তা ভেঙে ফেলে নতুন করে নির্মাণ কাজ শুরু করা হবে। সূত্রের খবর, ইতিমধ্যে নির্মাণের কাজ করার জন্য টেন্ডার ডেকেছে মেট্রো কর্তৃপক্ষ। প্ল্যাটফর্ম পুনর্নির্মাণে প্রায় ১০ কোটি টাকা খরচ হবে। এদিকে এই খবর চাউর হতেই উদ্বেগ শুরু হয়েছে যাত্রী সাধারণের মধ্যে।

জানা গিয়েছে, পনেরো বছর আগে তৈরি হওয়া এই কবি সুভাষ মেট্রো স্টেশনে গত সোমবার পিলারে ফাটল দেখা যায়। আপ লাইনে ৪টি পিলারে ফাটল ধরেছে। এমনকি প্ল্যাটফর্ম বসেও গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই এলাকাটি একসময় জলাভূমি ছিল, সেখানেই স্টেশনটি তৈরী হয়েছিল। ফলত নরম মাটিতে পিলারের গঠন একপ্রকার দুর্বল হয়ে পড়েছিল। যে কারণেই পিলারে ফাটল তৈরি হয়েছে।

মেট্রোর এক আধিকারিক বলেন, এই ধরনের ফাটল একদিনে হয়নি। আপাতত পুজোর পরে জোর কদমে কাজ শুরু করা হবে বলে ঠিক হয়েছে। প্রবল বৃষ্টির জেরে ফাটল গুরুতর হয়েছে, যে তড়িঘড়ি পরিষেবা বন্ধ করতে হয়েছে কর্তৃপক্ষকে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কবি সুভাষ প্ল্যাটফর্মের চারটি পিলারে ফাটল, স্টেশন ভেঙে ফেলার সিদ্ধান্ত কর্তৃপক্ষের

আপডেট : ৩০ জুলাই ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কবি সুভাষ মেট্রো স্টেশন ভেঙ্গে ফেলে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্ম আপাতত ভেঙ্গে ফেলা হবে। সোমবার প্ল্যাটফর্মের চারটি পিলারে ফাটল দেখা দিয়েছে। যে কারণেই তা ভেঙে ফেলে নতুন করে নির্মাণ কাজ শুরু করা হবে। সূত্রের খবর, ইতিমধ্যে নির্মাণের কাজ করার জন্য টেন্ডার ডেকেছে মেট্রো কর্তৃপক্ষ। প্ল্যাটফর্ম পুনর্নির্মাণে প্রায় ১০ কোটি টাকা খরচ হবে। এদিকে এই খবর চাউর হতেই উদ্বেগ শুরু হয়েছে যাত্রী সাধারণের মধ্যে।

জানা গিয়েছে, পনেরো বছর আগে তৈরি হওয়া এই কবি সুভাষ মেট্রো স্টেশনে গত সোমবার পিলারে ফাটল দেখা যায়। আপ লাইনে ৪টি পিলারে ফাটল ধরেছে। এমনকি প্ল্যাটফর্ম বসেও গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই এলাকাটি একসময় জলাভূমি ছিল, সেখানেই স্টেশনটি তৈরী হয়েছিল। ফলত নরম মাটিতে পিলারের গঠন একপ্রকার দুর্বল হয়ে পড়েছিল। যে কারণেই পিলারে ফাটল তৈরি হয়েছে।

মেট্রোর এক আধিকারিক বলেন, এই ধরনের ফাটল একদিনে হয়নি। আপাতত পুজোর পরে জোর কদমে কাজ শুরু করা হবে বলে ঠিক হয়েছে। প্রবল বৃষ্টির জেরে ফাটল গুরুতর হয়েছে, যে তড়িঘড়ি পরিষেবা বন্ধ করতে হয়েছে কর্তৃপক্ষকে।