হস্তশিল্পের সাফল্যে ইকোনমি গ্রোথ বেড়েছে বাংলার: মুখ্যমন্ত্রী

- আপডেট : ৫ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার
- / 45
কলকাতা, ৫ ডিসেম্বর: হস্তশিল্পের সাফল্যে ইকোনমি গ্রোথ বেড়েছে বাংলার। সোমবার বিধানসভায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফল্যের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের হস্তশিল্পীদের জিনিস বিভিন্ন শপিং মল কিনছে। অ্যামাজনের সঙ্গে চুক্তি হয়েছে। বাইরেও যাচ্ছে।”
বিধানসভায় এক প্রশ্নোত্তরে মমতা বলেন, “হস্তশিল্প মেলায় লক্ষ লক্ষ মানুষ দেখেছি। আমাদের হাতের শিল্প আমাদের সম্পদ। যত খুচরো বিক্রি বাড়বে। তত ভালো হবে। স্বনির্ভর গোষ্ঠী আজ অনেক কাজ করছে। এটা আমাদের সেরা গ্রুপ। উৎকর্ষ বাংলার মাধ্যমে অনেক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ অনেক চাকরি হচ্ছে। খুব ভালো কাজ হচ্ছে৷ প্রশিক্ষণ দেওয়াতে আমরা দেশে এক নম্বর।” মুখ্যমন্ত্রী এক পরিসংখ্যান দিয়ে বলেন, “বাম আমলে বিনিয়োগ ছিল ২ হাজার কোটি। এখন সেটি ৯২ হাজার কোটি হয়েছে। সরকার সাহায্য করছে। বাংলা এগিয়েছে। পুজোর সময় রাজ্যে ৮২ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে।’’