এশিয়া কাপ ফাইনালে নায়ক তিলক বর্মা, নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন ভারত

- আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 320
এশিয়া কাপের ফাইনালে নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন হলো ভারত। শেষ ওভারে হ্যারিস রউফকে ছক্কা হাঁকিয়ে কার্যত জয় নিশ্চিত করেন তিলক বর্মা। এরপর রিঙ্কু সিংয়ের ব্যাটে আসে জয়ের রান। দুই বল বাকি থাকতেই পাঁচ উইকেটে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।
স্পিনাররা ভারতকে ম্যাচে ফেরানোর পর দায়িত্ব নেন তিলক। ৫৩ বলে ৬৯ রানের অনবদ্য ইনিংসে দলের জয় নিশ্চিত করেন তিনি। কুলদীপ যাদবও জয়ের অন্যতম কারিগর।
১৪৭ রান তাড়া করতে নেমে ভারত প্রথমেই চাপে পড়ে। ২০ রানের মধ্যে তিন উইকেট হারায় টিম ইন্ডিয়া। অভিষেক শর্মা (৫), অধিনায়ক সূর্যকুমার যাদব (১) ও সহঅধিনায়ক শুভমন গিল (১২) দ্রুত ফিরলে ভরসাহীন হয়ে পড়ে ব্যাটিং লাইনআপ। পাকিস্তানি বোলারদের কৌশলী স্পেল দলকে আরও বিপদে ফেলে দেয়।
তিন উইকেট হারানোর পর ভারতের জিততে প্রয়োজন ছিল ৯৬ বলে ১২৬ রান। সেই কঠিন সমীকরণকে সহজ করে দেন তিলক বর্মা। ঠান্ডা মাথায় হিসেব কষে খেলেন তিনি। এর আগেও ইংল্যান্ডের বিরুদ্ধে অনুরূপ চাপের ম্যাচে দলের জয় নিশ্চিত করেছিলেন এই বাঁহাতি ব্যাটার।
তিলকের দুরন্ত ইনিংস ও শেষ মুহূর্তের রিঙ্কু সিংয়ের জয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণ হলো। পাকিস্তানকে হারিয়ে কাঙ্ক্ষিত এশিয়া কাপ শিরোপা ঘরে তুলল টিম ইন্ডিয়া।