মাওবাদীদের বিছানো আইইডি বিস্ফোরণে নিহত সিআরপিএফ জওয়ান, আহত ২

- আপডেট : ১১ অক্টোবর ২০২৫, শনিবার
- / 126
পুবের কলম, ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডে মাওবাদীদের বিছানো আইইডি বিস্ফোরণে প্রাণ গেল সিআরপিএফ জওয়ানের। মৃতের নাম মহেন্দ্র লস্কর। ঘটনায় আহত হয়েছেন আরও দুই সিআরপিএফ জওয়ান। জঙ্গলে মাটির নিচে বোমা পুঁতে রেখেছিল মাওবাদীরা। অভিযান চলাকালীন ভুলবশত সেখানে পা রাখতেই ঘটে যায় অঘটন।
জানা গিয়েছে, শুক্রবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় ঝাড়খণ্ডের চাইবাসায় কয়েকজন মাওবাদী লুকিয়ে রয়েছে। এরপরই অভিযানে নামে সিআরপিএফ। জঙ্গল ঘেরা অঞ্চলে তল্লাশি চলাকালীন মাটির নিচে পুঁতে রাখা বিস্ফোরকে পা দিয়ে ফেলেন সিআরপিএফের প্রধান কনস্টেবল মহেন্দ্র। তারপরই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।
প্রশাসন জানিয়েছে, গুরুতর আহত অবস্থায় ওই জওয়ানকে উদ্ধার করে রাউরকেলার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনায় আহত হয়েছেন আরও দুই সিআরপিএফ জওয়ান। বর্তমানে তাঁরা ওই হাসপাতালেই চিকিৎসাধীন।
Visuals: 1 CRPF jawan killed, 2 injured in an IED blast in Bihar’s Aurangabad district, injured shifted to hospital pic.twitter.com/QzT8YsAyMa
— ANI (@ANI) June 19, 2016