০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিআরপিএফ নিয়োগ পরীক্ষা: তামিল সহ আঞ্চলিক ভাষায় করার দাবিতে শাহকে চিঠি স্টালিনের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ এপ্রিল ২০২৩, সোমবার
  • / 47

পুবের কলম, ওয়েবডেস্ক: আধাসামরিক বাহিনীতে নিয়োগের পরীক্ষা হতে চলেছে ইংরেজি, হিন্দিতে। তামিল ভাষা সহ আঞ্চলিক ভাষায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত করার আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি পাঠালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন স্টালিন।

রবিবার ৯ এপ্রিল এক বিবৃতি দিয়ে তামিলনাড়ু সরকার জানিয়েছে, সেন্ট্রাল রিজার্ভ ফোর্সে নিয়োগের (আধাসামরিক বাহিনী) পরীক্ষা ইংরেজি, হিন্দিতে নেওয়া যেতেই পারে, তবে তামিল ও অন্যান্য আঞ্চলিকভাষাকেও এর মধ্যে সংযোজন করতে হবে। তাহলে সকল পরীক্ষার্থীরাই সমান সুযোগ পাবে। স্টালিন চিঠিতে নির্দিষ্ট করে দিয়ে বলেছেন, বিজ্ঞপ্তিটি এমনভাবে লেখা হয়েছে যে যেখানে ১০০ শতাংশের মধ্যে ২৫ শতাংশই হিন্দিতে জোর দেওয়া হয়েছে। এর ফলে তামিলনাড়ু থেকে সিআরপিএফ পরীক্ষায় ইচ্ছুক পরীক্ষার্থীদের সঙ্গে শুধু স্বেচ্ছাচারিতা নয় বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।  স্টালিনের আরও সংযোজন, হিন্দি ও ইংরেজিতে প্রশ্নপত্র হলে তামিলনাড়ুর পরীক্ষার্থীরা মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবে না। এক কথায় সিআরপিএফ নিয়োগের এই বিজ্ঞপ্তিটি তামিলনাড়ু থেকে আবেদনকারীদের বিরুদ্ধে, চাকরি প্রত্যাশীদের সাংবিধানিক অধিকারের পরিপন্থী’।

আরও পড়ুন: ত্রিপুরায় বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা তিপ্রা মোথার বিধায়কের

বিবৃতি অনুযায়ী (সিআরপিএফ) আধা সামরিক বাহিনীতে শূন্যপদের সংখ্যা ৯,২১২। রাজ্যের ১২টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। তামিলনাড়ু থেকে ৫৭৯ জন এই পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছেন।

আরও পড়ুন: সাইবার অপরাধ রুখতে অমিত শাহকে চিঠি মমতার

আরও পড়ুন: ছত্তিশগড় দু’দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাওবাদী নিধনে নয়া কৌশল নিতে বৈঠক শাহর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিআরপিএফ নিয়োগ পরীক্ষা: তামিল সহ আঞ্চলিক ভাষায় করার দাবিতে শাহকে চিঠি স্টালিনের

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আধাসামরিক বাহিনীতে নিয়োগের পরীক্ষা হতে চলেছে ইংরেজি, হিন্দিতে। তামিল ভাষা সহ আঞ্চলিক ভাষায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত করার আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি পাঠালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন স্টালিন।

রবিবার ৯ এপ্রিল এক বিবৃতি দিয়ে তামিলনাড়ু সরকার জানিয়েছে, সেন্ট্রাল রিজার্ভ ফোর্সে নিয়োগের (আধাসামরিক বাহিনী) পরীক্ষা ইংরেজি, হিন্দিতে নেওয়া যেতেই পারে, তবে তামিল ও অন্যান্য আঞ্চলিকভাষাকেও এর মধ্যে সংযোজন করতে হবে। তাহলে সকল পরীক্ষার্থীরাই সমান সুযোগ পাবে। স্টালিন চিঠিতে নির্দিষ্ট করে দিয়ে বলেছেন, বিজ্ঞপ্তিটি এমনভাবে লেখা হয়েছে যে যেখানে ১০০ শতাংশের মধ্যে ২৫ শতাংশই হিন্দিতে জোর দেওয়া হয়েছে। এর ফলে তামিলনাড়ু থেকে সিআরপিএফ পরীক্ষায় ইচ্ছুক পরীক্ষার্থীদের সঙ্গে শুধু স্বেচ্ছাচারিতা নয় বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।  স্টালিনের আরও সংযোজন, হিন্দি ও ইংরেজিতে প্রশ্নপত্র হলে তামিলনাড়ুর পরীক্ষার্থীরা মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবে না। এক কথায় সিআরপিএফ নিয়োগের এই বিজ্ঞপ্তিটি তামিলনাড়ু থেকে আবেদনকারীদের বিরুদ্ধে, চাকরি প্রত্যাশীদের সাংবিধানিক অধিকারের পরিপন্থী’।

আরও পড়ুন: ত্রিপুরায় বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা তিপ্রা মোথার বিধায়কের

বিবৃতি অনুযায়ী (সিআরপিএফ) আধা সামরিক বাহিনীতে শূন্যপদের সংখ্যা ৯,২১২। রাজ্যের ১২টি কেন্দ্রে এই পরীক্ষা হবে। তামিলনাড়ু থেকে ৫৭৯ জন এই পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছেন।

আরও পড়ুন: সাইবার অপরাধ রুখতে অমিত শাহকে চিঠি মমতার

আরও পড়ুন: ছত্তিশগড় দু’দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাওবাদী নিধনে নয়া কৌশল নিতে বৈঠক শাহর