১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

উসমান খোয়াজার জন্য অ্যাশেজ জয়ের পর ‘মদ উদযাপন’বন্ধ রাখলেন কামিন্স

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 42

পুবের কলম, ওয়েবডেস্কঃ ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স করে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ঐতিহ্যশালী পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধান জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। বড় কোনও ট্রফি জয়ের পর অস্ট্রেলিয়া টিম খুব স্বাভাবিকভাবে শ্যাম্পন ছড়িয়ে আনন্দ উদযাপন করে থাকেন। তবে এবারের অ্যাশেজে দেখা গেল অন্য চিত্র। সিরিজের পঞ্চম এবং শেষ ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করার পর অ্যাশেজ ট্রফি নিয়ে মদ উদযাপন করতে যাচ্ছিলেন অজি ক্রিকেটাররা। কিন্তু সেখানে উসমান খোয়াজা উপস্থিত থাকার কারণে এবারের মতো মদ উদযাপন বন্ধ রাখল টিম অস্ট্রেলিয়া।

পাঁচ ম্যাচের অ্যাশেজ আগেই ৩-০ ব্যবধানে জিতে নিয়েছিল অজিরা। হোবার্টে অনুষ্ঠিত হওয়া সিরিজের শেষ ম্যাচটা ছিল নিয়মরক্ষার। সেই হোবার্ট টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার দেওয়া ২৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল ইংল্যান্ডের। ওপেনিং জুটিতে ৬৮ রান তোলে দুই ইংরেজ ওপেনার। পরে অস্ট্রেলিয়ার পেসারদের দাপুটে বোলিংয়ে সামনে দাঁড়াতে পারেননি ইংল্যান্ডের ব্যাটাররা। তারা অলআউট হয়েছে মাত্র ১২৪ রানে। যার ফলে শেষ টেস্টে ১৪৫ রানের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া।

৪-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জেতার পর অধিনায়ক কামিন্স ট্রফি হাতে নেওয়ার পর দলের বাকি খেলোয়াড়রাও উঠে আসেন মঞ্চে। সেই সময় দুজন খেলোয়াড়ের হাতে শ্যাম্পেইনের বোতল দেখে নিজ থেকেই দূরে সরে দাঁড়ান খোয়াজা।যেটা অবশ্য নজর এড়ায়নি অধিনায়ক প্যাট কামিন্সের। তাই তিনি অন্যদের বলেন এখনই যেন কেউ মদের বোতল না খোলে। তখনই তিনি ওই আনন্দ উদযাপনে খোয়াজাকে ডেকে নেন।চলে শিরোপার উদযাপন, তোলা হয় ছবি। এরপরই মঞ্চ থেকে নেমে যান খোয়াজা। তখন আবার নিজেদের শ্যাম্পেন-উদযাপন শুরু করেন কামিন্সরা। দলের মুসলিম সতীর্থের জন্য কামিন্সরা ‘মদ-উদযাপন’ বন্ধ রেখে যে নজির স্থাপন করেছেন, তাতে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছে টিম অস্ট্রেলিয়া।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উসমান খোয়াজার জন্য অ্যাশেজ জয়ের পর ‘মদ উদযাপন’বন্ধ রাখলেন কামিন্স

আপডেট : ১৭ জানুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স করে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ঐতিহ্যশালী পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ৪-০ ব্যবধান জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। বড় কোনও ট্রফি জয়ের পর অস্ট্রেলিয়া টিম খুব স্বাভাবিকভাবে শ্যাম্পন ছড়িয়ে আনন্দ উদযাপন করে থাকেন। তবে এবারের অ্যাশেজে দেখা গেল অন্য চিত্র। সিরিজের পঞ্চম এবং শেষ ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করার পর অ্যাশেজ ট্রফি নিয়ে মদ উদযাপন করতে যাচ্ছিলেন অজি ক্রিকেটাররা। কিন্তু সেখানে উসমান খোয়াজা উপস্থিত থাকার কারণে এবারের মতো মদ উদযাপন বন্ধ রাখল টিম অস্ট্রেলিয়া।

পাঁচ ম্যাচের অ্যাশেজ আগেই ৩-০ ব্যবধানে জিতে নিয়েছিল অজিরা। হোবার্টে অনুষ্ঠিত হওয়া সিরিজের শেষ ম্যাচটা ছিল নিয়মরক্ষার। সেই হোবার্ট টেস্টের তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার দেওয়া ২৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল ইংল্যান্ডের। ওপেনিং জুটিতে ৬৮ রান তোলে দুই ইংরেজ ওপেনার। পরে অস্ট্রেলিয়ার পেসারদের দাপুটে বোলিংয়ে সামনে দাঁড়াতে পারেননি ইংল্যান্ডের ব্যাটাররা। তারা অলআউট হয়েছে মাত্র ১২৪ রানে। যার ফলে শেষ টেস্টে ১৪৫ রানের বিশাল জয় পায় অস্ট্রেলিয়া।

৪-০ ব্যবধানে অ্যাশেজ সিরিজ জেতার পর অধিনায়ক কামিন্স ট্রফি হাতে নেওয়ার পর দলের বাকি খেলোয়াড়রাও উঠে আসেন মঞ্চে। সেই সময় দুজন খেলোয়াড়ের হাতে শ্যাম্পেইনের বোতল দেখে নিজ থেকেই দূরে সরে দাঁড়ান খোয়াজা।যেটা অবশ্য নজর এড়ায়নি অধিনায়ক প্যাট কামিন্সের। তাই তিনি অন্যদের বলেন এখনই যেন কেউ মদের বোতল না খোলে। তখনই তিনি ওই আনন্দ উদযাপনে খোয়াজাকে ডেকে নেন।চলে শিরোপার উদযাপন, তোলা হয় ছবি। এরপরই মঞ্চ থেকে নেমে যান খোয়াজা। তখন আবার নিজেদের শ্যাম্পেন-উদযাপন শুরু করেন কামিন্সরা। দলের মুসলিম সতীর্থের জন্য কামিন্সরা ‘মদ-উদযাপন’ বন্ধ রেখে যে নজির স্থাপন করেছেন, তাতে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছে টিম অস্ট্রেলিয়া।