০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনের মৎস্যজীবিদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে এপিডিআরের সাইকেল র‍্যালি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 63

 

 

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : সুন্দরবনের মৎস্যজীবি সহ সাধারণ মানুষদের সমস্যা নিয়ে তাদের পাশে থেকে আন্দোলন করে চলেছে এপিডিআর নামে এক মানবাধিকার সংগঠন। তাদের মৈপীঠ শাখার উদ্যোগে শনিবার ওই এলাকার  পয়লা ঘেরী থেকে কাটামারী হাট অবধি সাইকেল যাএা হয়ে গেল বিভিন্ন দাবি নিয়ে।এ দিনের এই সাইকেল যাএায় কুলতলি, মৈপীঠ, জয়নগর, রায়দীঘি সহ আশেপাশের এলাকা থেকে শতাধিক মৎস্যজীবি সহ সাধারণ মানুষ অংশ নেন।এপিডিআরের জেলা সম্পাদক আলতাফ আহমেদ বলেন,  সুন্দরবন এলাকার ৯০%  মানুষ জঙ্গল ও নদীর ওপর নির্ভরশীল। এই এলাকার মৎস্যজীবী, মৌলে, মধু সংগ্রহকারিদের ওপর বনদফতরের  বনরক্ষী বাহিনী নানাভাবে তাঁদের জীবন জীবিকা ওপর আক্রমণ করে। তাঁদের নদীতে নামতে বাধা দেয়। যারা নদীতে নামেন তাঁদের কখনো জাল, সংগৃহীত মাছ, মধু এগুলো কেড়ে নেয় অথবা তার বিনিময়ে বিপুল অংকের টাকা দাবি করে।অন্যদিকে এই এলাকায় পানীয় জলের সমস্যা, হাসপাতালগুলোর  অবস্থা অত্যন্ত বেহাল।

 

ডাক্তার নার্সের দেখা পাওয়া যায় না,এই এলাকার মানুষের উন্নয়ন প্রায় স্তব্ধ!অন্যদিকে জেলা ভাগের নামে সুন্দরবনের এই এলাকাকে বিচ্ছিন্ন করা হচ্ছে, জল জঙ্গল জমি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে।

 

আর তাই এর বিরুদ্ধে এদিন আমাদের  সাইকেল যাএা হয়ে গেল মৈপিঠ পয়লা ঘেরি থেকে  কাঁটামারি হাট অবধি।মানুষের পাশে থেকে আমরা এই লড়াই চালিয়ে যাবো

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুন্দরবনের মৎস্যজীবিদের বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে এপিডিআরের সাইকেল র‍্যালি

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

 

 

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : সুন্দরবনের মৎস্যজীবি সহ সাধারণ মানুষদের সমস্যা নিয়ে তাদের পাশে থেকে আন্দোলন করে চলেছে এপিডিআর নামে এক মানবাধিকার সংগঠন। তাদের মৈপীঠ শাখার উদ্যোগে শনিবার ওই এলাকার  পয়লা ঘেরী থেকে কাটামারী হাট অবধি সাইকেল যাএা হয়ে গেল বিভিন্ন দাবি নিয়ে।এ দিনের এই সাইকেল যাএায় কুলতলি, মৈপীঠ, জয়নগর, রায়দীঘি সহ আশেপাশের এলাকা থেকে শতাধিক মৎস্যজীবি সহ সাধারণ মানুষ অংশ নেন।এপিডিআরের জেলা সম্পাদক আলতাফ আহমেদ বলেন,  সুন্দরবন এলাকার ৯০%  মানুষ জঙ্গল ও নদীর ওপর নির্ভরশীল। এই এলাকার মৎস্যজীবী, মৌলে, মধু সংগ্রহকারিদের ওপর বনদফতরের  বনরক্ষী বাহিনী নানাভাবে তাঁদের জীবন জীবিকা ওপর আক্রমণ করে। তাঁদের নদীতে নামতে বাধা দেয়। যারা নদীতে নামেন তাঁদের কখনো জাল, সংগৃহীত মাছ, মধু এগুলো কেড়ে নেয় অথবা তার বিনিময়ে বিপুল অংকের টাকা দাবি করে।অন্যদিকে এই এলাকায় পানীয় জলের সমস্যা, হাসপাতালগুলোর  অবস্থা অত্যন্ত বেহাল।

 

ডাক্তার নার্সের দেখা পাওয়া যায় না,এই এলাকার মানুষের উন্নয়ন প্রায় স্তব্ধ!অন্যদিকে জেলা ভাগের নামে সুন্দরবনের এই এলাকাকে বিচ্ছিন্ন করা হচ্ছে, জল জঙ্গল জমি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে।

 

আর তাই এর বিরুদ্ধে এদিন আমাদের  সাইকেল যাএা হয়ে গেল মৈপিঠ পয়লা ঘেরি থেকে  কাঁটামারি হাট অবধি।মানুষের পাশে থেকে আমরা এই লড়াই চালিয়ে যাবো